সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ যেন শ্রীকৃষ্ণের কাহিনী! কুয়োতে পরেও জী’ব’ন্ত সদ্যোজাত, রাতভর পা’হা’রা দিলো বি’ষ’ধ’র সাপ

এ যেন ঠিক শ্রীকৃষ্ণের কাহিনী। আদৌ কি মনুষ্য সন্তান নাকি দেব সন্তান তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এক একরত্তিকে ঘিরে। কুড়ি ফুট গভীর পাতকুয়াতে পড়ে গিয়েছিল সে অথচ সেখানেই অক্ষত অবস্থায় রয়েছে। এই ঘটনা রীতিমত সাড়া ফেলে দিয়েছে আর আরো অবাক করা ঘটনা হলেও ওই শিশুটিকে পাহারা দিয়েছে এক বিষধর সাপ।

ওই বিস্ময়কর শিশুটিকে এখন চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে হাসপাতালে তাকে একবার চোখের দেখা দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। শুকনো পাতকুয়ায় ওই শিশু কিভাবে পড়ে গেল সেই সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। ভোরবেলায় মাঠে কাজ করতে গিয়েছিলেন মধ্য বয়স্ক প্রেম রাজ এবং তার স্ত্রী।

এমন সময় কুয়ো থেকে কান্নার আওয়াজ পান তারা এরপর তারা এগিয়ে গিয়ে দেখতে পান কুড়ি ফুট গভীরে গর্তের মধ্যে পড়ে রয়েছে একটি ছোট্ট শিশু। বিলম্ব না করে প্রেম ওই কুয়োর ভিতরে ঢোকা শুরু করেন। ঢুকে দেখেন তার পাশে ফনা তুলে একটি বিষধর সাপ বসে রয়েছে যদিও প্রেমকে দেখে ওই সাপ গন্তব্যস্থলে চলে যায়।

আরো খবর: স্ত্রীর গায়ে হাত তোলার ফল ভো’গ করছো তুমি! জে’ল’ব’ন্দি স্বামীকে ভিডিও বা’র্তা রাখির

শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন প্রেম এবং তার স্ত্রী পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে লোকমুখে এই কাহিনী ছড়িয়ে পড়ে বহু মানুষ ভিড় করেন। কিভাবে ওই শিশুটি কুয়োর মধ্যে বহাল তবিয়াতে ছিল সেই ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করে।

উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার কারণে শিশুটির কপালে ক্ষত সৃষ্টি হয়। যদিও ওই শিশুটির আর কোনরকম ক্ষতি হয়নি বলেই চিকিৎসকরা জানিয়েছেন তবে কে বা কারা ওই শিশুটিকে নিচে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।