সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুরু হয়েছে “মনদৌস”-র দা’প’ট, জেলায় জেলায় সতর্কতা জা’রি

ঘূর্ণিঝড় মান্দাস খেল দেখাতে শুরু করেছে। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মান্দাস। আর ঘূর্ণিঝড় মান্দাসের দাপটে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার মধ্য রাতেই চেন্নাই উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি।

শুক্রবার রাজ্যে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম ও পুদুচেরীতে। লাল সতর্কতা জারি করা হয়েছে ১৩টি জেলায়।

আরো খবর: প্রচন্ড গ’র’ম ধে’য়ে আসছে পৃথিবীর বু’কে! ভারতের এই রাজ্যে রয়েছে বহু মৃ’ত্যু’র আ’শ’ঙ্কা

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের মান্দাস নামটি ঠিক করেছে সংযুক্ত আরব আমিরশাহী। যখন সবে নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে, তখনই নামটি দেওয়া হয়। আরবি ভাষায় যার অর্থ, ‘ট্রেজার বক্স’ মানে সম্পদের বাক্স।