সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি থেকে এক ঝ’ট’কা’য় আরশোলা দূ’র করার স’হ’জ উ’পা’য় জেনে নিন

প্রত্যেকটি বাড়িতেই কিছু কিছু প্রাণীর সব সময় দেখা যায়, যা হাজার পরিষ্কার করলেও কখনো তাদের তাড়ানো সম্ভব হয় না। প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকির মতো প্রাণীদের দেখা যায়।

আরশোলা এমন একটা প্রাণী যাকে ঘরের আনাচে-কানাচের থেকে শুরু করে বাথরুমে, রান্নাঘরে, আলমারিতে সমস্ত জায়গাতেই দেখা যায় যার ফলে রোগ-জীবাণুর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়।

বিভিন্ন রকম ঔষধ বাজারে নানা দ্রব্য ব্যবহার করলেও এই আরশোলাকে তাড়ানো সম্ভব হয়ে ওঠেনা। আসুন জেনে নিই কিছু ঘরোয়া পদ্ধতি যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বাড়ি থেকে আরশোলা দূর করতে পারবেন।

আরো পড়ুন: ব’ড়ো আশা করে যো’গ দিয়েছিলেন তৃণমূলে, এবার দল ছা’ড়’ছে’ন এই হেভিওয়েট নেতা

আরশোলা বিশেষ করে তেজ পাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না। সেইজন্যে যদি তেজ পাতা শুকিয়ে নিয়ে গুড়ো করে ঘরের কোনায় কোনায় রেখে দেওয়া হয় তবে ঘর থেকে আরশোলা অনেক দূরে থাকবে।

দ্বিতীয় ঘরোয়া পদ্ধতিটি হলো বরিক পাউডার। এই বরিক পাউডার ভাতের সঙ্গে মিশিয়ে নিয়ে ঘরের আনাচে-কানাচে দিয়ে রাখুন,এই ভাত আরশোলা খেলেই সাথে সাথে মরে যাবে।

পরের ঘরোয়া পদ্ধতিতে হলো অ্যামোনিয়া। ঘর মোছার জলে যদি দুই কাপ তরল অ্যামোনিয়া দিয়ে ঘর মোছা হয় তবে আরশোলা সেই ঘরগুলি থেকে দূরে থাকবে।

আরো পড়ুন: গাড়িতে যদি AC না চলে তবে ভাড়ার টা’কা ফেরত দি’তে হ’বে, UBER-এ ওঠার আ’গে জানুন নি’য়’ম

চতুর্থ পদ্ধতিটি হলো বেকিং সোডার সঙ্গে চিনি। চিনি অত্যন্ত প্রিয় খাদ্য আরশোলার, সেইজন্যে যদি বেকিং সোডা এবং চিনি একসাথে মিশিয়ে ঘরের আনাচে-কানাচে রেখে দেওয়া হয় তবে সেই চিনি খেয়ে আরশোলা মারা যাবে।

সমস্ত ছোটখাটো ঘরোয়া পদ্ধতি গুলি ব্যবহার করে আপনি চাইলে ঘর থেকে এবং বাড়ি থেকে এই আরশোলাকে দূরে রাখতে পারবেন।