সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীন-তাইওয়ান উ’ত্ত’প্ত পরিস্থিতির মধ্যে চেন্নাই বন্দরে পৌঁ’ছা’লো মার্কিন নৌসেনার জাহাজ

একদিকে চিন-তাইওয়ান সংঘাত অন্যদিকে বেজিংয়ের পাঠানো গুপ্তচর জাহাজের শ্রীলঙ্কায় আসতে বাধা। এই আবহের মধ্যে দিয়েই এবার দক্ষিণ ভারতে মেরামতির জন্যে এল মার্কিন নৌসেনার পণ্যবাহী জাহাজ । যা দেশের ইতিহাসে প্রথম। এর আগে কখনো মার্কিন যুক্তরাস্ট্রের কোনো জাহাজ মেরামতির জন্য ভারতে আসেনি।

রবিবার চেন্নাইয়ের কাট্টুপল্লিতে এসে পৌঁছায় মার্কিন নৌসেনার পণ্যবাহী জাহাজ ‘ইউএসএনএস চার্লস ড্রিউ’ । ১১ দিন তামিলনাড়ুর শিপইয়ার্ডেই থাকবে এই জাহাজ মেরামতির জন্য। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভবিষ্যতে মার্কিন নৌসেনার বেশ কিছু যুদ্ধজাহাজ মেরামতির জন্য ভারতে আসবে।

রবিবার মার্কিন জাহাজ চেন্নাই পৌঁছনোর পর প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন – “ভারতের জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে এটা একটা মাইল স্টোন। এর ফলে নতুন দিশা পেতে শুরু করেছে ভারত-মার্কিন সামরিক সম্পর্ক। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকা দুই দেশের জন্যেই খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের স্থিতিবস্থা বজায় রাখতে দুই দেশের নৌসেনাকে একসঙ্গে কাজ করতে হবে।”

আরো পড়ুন: হঠাৎ চীনা বিদেশমন্ত্রী বাংলাদেশে, ঋণের ফাঁ’দ থেকে কি দেশকে বাঁ’চা’তে পারলেন শেখ হাসিনা?

আগামী অক্টোবরে উত্তরাখণ্ডে মার্কিন সেনার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় নামবে ভারতীয় ফৌজ । তার আগে মার্কিন নৌসেনার পণ্যবাহী জাহাজের মেরামতির জন্য ভারতে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশষজ্ঞরা। বেজিংকে আটকাতে ভবিষ্যতে এই দুই দেশ আরো কাছাকাছি আসবে বলে মনে করেন তাঁরা।

এছাড়াও কেন্দ্রের দাবি – মার্কিন যুক্তরাস্ট্রের জাহাজ মেরামতের জন্য ভারতের চেন্নাইয়ে আসাটা ভারতের জন্য লাভজনক। এতে ভারত – মার্কিন এই দুই দেশের সম্পর্কও ভালো হবে আর ভারতের ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচি গোটা বিশ্বে প্রচার পাবে এই পদক্ষেপের মধ্য দিয়ে।