সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গণেশ চতুর্থীতে নতুন সং’ক’ল্প জনপ্রিয় জু’টি শোভন-বৈশাখীর, ছ’বি রীতিমতো হি’ট

তথ্য ও ছবি: নিউজ ১৮ বাংলা

গতকালই ছিল গণেশ চতুর্থী। দেশ জুড়ে পালিত হচ্ছে এই বছর গণেশ চতুর্থী উৎসব। এই রাজ্যের বাইরে অনেক জায়গায় মহা আড়ম্বরের সাথে পালিত হয় এই উৎসব। এই রাজ্যেও হতো তবে ব্যাবসায়ীদের বেশি গণেশ পূজা করতে দেখা যেত। তবে এখন এই রাজ্যের বাড়িতে বাড়িতেও বেশ ভালই গণেশ পূজা হতে দেখা যাচ্ছে। ঠিক তেমনি গণেশ পূজা করতে দেখা গেলো বাংলার জনপ্রিয় জুটি শোভন – বৈশাখী কে।

তাঁদের বাড়িতে এই প্রথম গণেশ পূজা হচ্ছে। সুন্দর করে গণপতিকে সাজিয়ে পূজা করতে দেখা গেলো তাদের। শুধু গণপতিকে নয় তাদের নিজেদের সাজ ও ছিল চোখে পড়ার মতন। এ দিন শোভন-বৈশাখীর সঙ্গে রঙ ইলিয়ে পোশাক পরেছিল একমাত্র কন্যা মহুলও। মায়ের মতো সেও এদিন পরেছিল লাল পাড় সবুজ শাড়ি। মায়ের মতো মেয়েও সেজেছিল গয়নায়।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন লাল পাড়ের সবুজ দক্ষিণ ভারতীয় ভারী সিল্ক। সঙ্গে লাল ব্লাউজ। হাতে, কানে, গলায় ছিল ভারী সোনার গয়না। সাবেকী আটপৌড়ে শাড়ির আঁচল দিয়ে ঢেকেছিলেন মাথা। শোভন বাবুও ডিপ সবুজ রঙা পাঞ্জাবি এবং সবুজ পারের বেজ রঙা ধুতি। পাঞ্জাবিতে ছিল সোনার ব্রোচ। তাদের এরকম নানা ছবি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

আরো পড়ুন: এক বাইকে আরোহী মাত্র ৭ জন, ভিডিও দে’খে নি’র্বা’ক নেটিজেনরা

যেমন – গণপতির পূজা হচ্ছে, একসাথে মহুল বাবা মার সাথে আরতি করছে আবার গণপতিকে লাড্ডু নিবেদন করতেও বৈশাখীকে দেখা গেছে। আবার শোভন বাবুকেও প্রসাদ দিচ্ছেন দেখা গেছে, কখনো হাতে পায়েসের বাটি নিয়ে বৈশাখী চট্টোপাধ্যায়কে দেখা গেছে। এই সব ছবি তাঁরা নিজেরা তাদের হ্যান্ডেল থেকে পোস্ট করেন।

আর নেট দুনিয়াতো বরাবরই তাদের নিয়ে মজে থাকেন। তাই তাদের এই ছবি দেখে অনেকেই নানা রকম চর্চা করতে শুরু করে দিয়েছেন। সব দিক থেকেই দেখে বোঝা যাচ্ছে শোভন বাবুর সংসারে বৈশাখী দেবী পাকা গৃহিণী হয়ে উঠেছেন।