সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নগদ টা’কা তু’ল’তে আর দরকার হবে না ATM কা’র্ড! ন’য়া ঘোষণা RBI-র

গতকাল শুক্রবার আরবিআই এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে , যা শুনে দারুন উপকৃত হবে সাধারণ মানুষ। কারণ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছে এবার কার্ড ছাড়াই এখন সহজেই টাকা তোলা যাবে।

এই প্রস্তাব আগের থেকেই আনা হয়েছিল , এবার এই বিষয় নিয়ে ঘোষণা করল আরবিআই গভর্নর। গত তিনদিনের মনিটারি পলিসিতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

কার্ড লেস লেনদেন নিয়ে সবাই আগ্রহী ছিল, তাই সব ব্যাঙ্কের ক্ষেত্রৈই যাতে এই সুবিধা চালু করা যায় তার উদ্যোগ নেওয়া হবে আর বি আই এর তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। কার্ডের পরিবর্তে ইউপি আই এর দ্বারা উপলব্ধ করার প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: পোখরানে “পিনাক” রকেটের স’ফ’ল পরীক্ষণ, কাঁ’প’ছে ভারতের শ’ত্রু দেশগু’লো

যদি লক্ষ্য করা যায় তাহলে এই ইউপি আই এর মাধ্যমে টাকা তোলা কয়েকটি ব্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ। এখন ইউ পি আই এর দ্বারা সমস্ত ব্যাঙ্ক ও এটিএমে নেটওয়ার্ক গুলোতে কার্ড বিহীন টাকা তোলার সুবিধা গ্রহণ করার প্রস্তাব নেওয়া হয়েছে। মোট কথা আরবিআই এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

শক্তিকান্ত দাস এই নিয়ে বলেছে, কেবলমাত্র কার্ড লেস লেনদেনের সুবিধা নেওয়া তাই কিন্তু নয়। আসলে কার্ড ক্লোনিং থেকে শুরু করে আর্ড স্কিমিং সমস্ত জালিয়াতি কারবার থেকে মুক্তি পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত।

যা জালিয়াতি রুখতে অনেকটাই সাহায্য করবে। এদিকে আবার রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এদিকে আবার চলতি অর্থবছরে দেশের আর্থিক মূল্যবৃদ্ধি হতে পারে ৭.২%।