সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোখরানে “পিনাক” রকেটের স’ফ’ল পরীক্ষণ, কাঁ’প’ছে ভারতের শ’ত্রু দেশগু’লো

ভারত সীমান্তে শত্রুর মোকাবিলা করতে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে নতুন করে একধাপ এগোল। পোখরানে পিনাক রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।

এই পরীক্ষা গত দু’সপ্তাহ ধরে চলছিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। গত ১৪ দিনে টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে।

বিভিন্ন দূরত্বে Pinaka Mk-I রকেট নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল। বিভিন্ন মাত্রার ২৪টি রকেট ছোঁড়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

আরো পড়ুন: বাদামকাকু ভুবন বাদ্যকরের সঙ্গে জু’টি বেঁ’ধে গান গাইলেন হিরো আলম

এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে নিক্ষেপ করা যায় ৭২টি রকেট। শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে অবর্থ্য হতে পারে এই রকেটগুলি।

এই ধরনের রকেট অবশ্য নতুন নয়। বহু দিন ধরেই পিনাক ভারতীয় সেনাবাহিনীর বড় ভরসা। এই রকেট গত একদশক ধরে নিয়মিত ব্যবহৃত হচ্ছে।

গত বছরের মে মাস থেকে লাদাখে চিনা আগ্রাসন শুরু হওয়ার পর তাদের মোকাবিলা করতে এই রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটিকেও বদলানো দরকার হয়ে পড়েছিল।

এবার তাই নানা পরিবর্তন করে নতুন পিনাক-ইআর প্রস্তুত করেছে ডিআরডিও। সেগুলিই পরীক্ষা করে দেখা হল। এবং সেই পরীক্ষাও সফল। দেখা গিয়েছে, আগে পিনাক রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ছিল। কিন্তু এই নতুন পিনাক রকেট অব্যর্থ আঘাত হানতে পারে ৭০ কিমি দূরেও।