সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই অ’ভ্যা’স গু’লো ছে’ড়ে দিন নতুন বছরে! ভা’লো থাকবেন আপনি ও আপনার প্রিয়জন

২০২২ আসতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এই করোনার কারণে ২০২১ টাও ভালো কাটল না। আশা করছি নতুন বছরে এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে আমরা ভালো থাকতে পারব। তবে শুধু নিজের কথা ভাবলেই তো হবে না, সঙ্গীকেও ভালো রাখা অত্যন্ত জরুরি। তাই সামনের বছর মাথায় রাখবেন কোনো ভুল যাতে না হয়। তা না হলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। তাই ভুল শুধরে নিজেদের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, তবেই একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে।

সঙ্গীর দিকে না তাকানো: সম্পর্কে আসার পরও অনেকেই নিজেদের শ্রেষ্ঠ ভাবেন। তাদের মতে তারাই সবকিছু জানেন। তাই নিজের সঙ্গীর দিকে তাকাতে চান না। কারণে অকারণে সঙ্গীকে এড়িয়ে চলেন। আর এসবের কারণেই নিজেদের মধ্যে সমস্যা বাড়ে। সঙ্গী আপনার থেকে দূরেও চলে যেতে পারেন। তাই সঙ্গীকে অবশ্যই সময় দিন। তাঁর সঙ্গে জড়িয়ে থাকুন। তাঁর দিকে মনোযোগ দিয়ে তাকান। তাহলেই এক চুটকিতে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

কথা বলুন: সম্পর্কে থাকাকালীন একে অপরের সাথে কথা বলাটা খুব প্রয়োজন। কথা বলার মাধ্যমেই চেনা যায়, বোঝাপড়া তৈরি হয়। তবে অনেক সময়ই কারণ থাকুক বা না থাকুক যুগলের মধ্যে কথা বন্ধ হয়। তখন দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব। তাই নতুন বছরে এই ভুল করবেন না, কথা বলুন। তবেই সব সমস্যা মিটবে।

অন্যের সঙ্গে তুলনা: প্রত্যেক ব্যক্তি একে অপরের থেকে আলাদা। তাই আপনি কোনওভাবেই অন্যের সঙ্গে নিজের সঙ্গীর তুলনা করবেন না। এর মাধ্যমে তাঁর সঙ্গে আপনার তৈরি হবে দূরত্ব। তাই নতুন বছরে তুলনা বাদ দিয়ে মানুষটিকে উৎসাহ দিতে শিখুন।

সঙ্গীর পরিবার সম্পর্কে খারাপ কথা নয়: অনেকেরই অভ্যাস রয়েছে সঙ্গীর পরিবার নিয়ে নানা রকম মন্তব্য করার। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই সব কথা শুনতে আপনার সঙ্গীর কিন্তু একেবারেই ভালোলাগে না। সেক্ষেত্রে আপনার সম্বন্ধে তৈরি হচ্ছে ক্ষোভ। সেই ক্ষোভ যেদিন বিস্ফোরিত হবে সেদিন নিজেকে সামলানো কিন্তু খুব মুশকিল হয়ে উঠবে।