Home অফবিট মেয়েদের শার্টের বোতাম কেন বাঁদিকে থা’কে? শুধুই কি ফ্যাশন না অ’ন্য কিছু?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়েদের শার্টের বোতাম কেন বাঁদিকে থা’কে? শুধুই কি ফ্যাশন না অ’ন্য কিছু?

বর্তমানে বাজারে যে ফ্যাশন চলছে তাতে কার্যত মহিলা এবং পুরুষের ব্যবহৃত সামগ্রী, বিশেষত জামা কাপড়, চশমা, ঘড়িতে ইউনিসেক্সের ট্রেন্ড চলছে। এখন পুরুষ-নারী নির্বিশেষে জিন্স-শার্টে অভ্যস্ত।

তবে নারী এবং পুরুষের শার্টের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। পুরুষের শার্টের বোতাম থাকে ডানদিকে। আর মহিলাদের ক্ষেত্রে বাঁদিকে বোতাম রাখা হয়। এর পেছনে রয়েছে বহু কারণ।

স্ত্রী এবং পুরুষের শার্টের বোতামের এই পার্থক্যের কারণ হিসেবে অনেকে অনেক মতামত দিয়ে থাকেন। কারো মতে প্রাচীন যুগে পুরুষেরা ডান হাতে তলোয়ার ধরতেন ও মহিলারা বাম হাতে শিশুদের ধরে রাখতেন।

আরো পড়ুন: গাড়ি মালিকানার শী’র্ষে কোন রাজ্য? বাংলার স্থান কত নম্বরে?

এমতাবস্থায় যখন পুরুষদের শার্টের বোতাম খোলা বা লাগানোর প্রয়োজন পড়তো তখন তারা এই কাজ করতেন বামহাতের ব্যবহারে। মহিলাদের ক্ষেত্রে ডান হাত দিয়ে এই কাজটি করতে হতো।

নেপোলিয়ন বোনাপার্ট আদেশ দিয়েছিলেন মহিলাদের শার্টের বোতাম থাকা উচিত বামদিকে। প্রচলিত লোককথা অনুসারে নেপোলিয়ান সবসময় তার জামার ভেতরে একটি হাত রাখতেন।

এই সময় অনেক মহিলা তাকে অনুসরণ করতে শুরু করেন। এমনটা যাতে আর না ঘটে তার জন্য মহিলাদের শার্টে বোতাম লাগানোর জন্য আদেশ জারি করেছিলেন নেপোলিয়ন।

এর পেছনে আরও একটি প্রচলিত মতবাদ রয়েছে। আগের যুগে নারীরা দুই পা একপাশে ঝুলিয়ে ঘোড়ায় চড়তেন। বামদিকে বোতাম থাকলে বাতাস শার্টের ভেতর দিকে গিয়ে বিপরীত দিকে এগোতে সহায়তা করতে।

আবার নারী পুরুষের পোশাকের মধ্যে পার্থক্য তৈরী করার জন্য শার্টের বোতাম আলাদা আলাদা দিকে লাগানো হয় বলে দাবি করেন কেউ কেউ।