সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি মালিকানার শী’র্ষে কোন রাজ্য? বাংলার স্থান কত নম্বরে?

জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট পেশ হয়েছে সম্প্রতি। এই রিপোর্ট অনুসারে ভারতের প্রায় 7.5 শতাংশ পরিবারের কাছে অন্তত একটি করে গাড়ি রয়েছে।

আবার 49.7 শতাংশ পরিবারের কাছে একটি করে মোটরসাইকেল-স্কুটার রয়েছে। রিপোর্ট অনুসারে গাড়ি এবং মোটরসাইকেলের মালিকানার নিরিখে শীর্ষস্থান দখল করে নিয়েছে গোয়া। গোয়াতে 45.2 শতাংশ পরিবারের মালিকানায় একটি করে গাড়ি রয়েছে।

এছাড়া গোয়াতে 86.7 শতাংশ পরিবারের কাছে অন্তত একটি মোটরসাইকেল স্কুটার রয়েছে। 2018 সালের সমীক্ষার রিপোর্ট অনুসারে গোটা দেশে 6% পরিবারের কাছে গাড়ি ছিল।

আরো পড়ুন: বাংলা থেকে মুছে যা’বে বিজেপি, অর্জুন তৃণমূলে ফিরতেই মু’খ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়

সেখানে তা বেড়ে দাঁড়িয়েছে 7.5 শতাংশ। মোটরসাইকেলের মালিকানা 37.5 শতাংশ থেকে 49.7 শতাংশ হয়েছে। গাড়ির মালিকানার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা।

কেরালাতে 24.2 শতাংশ পরিবারের কাছে অন্তত একটি করে গাড়ি রয়েছে। গাড়ির মালিকানা নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে অবিভক্ত জম্বু এবং কাশ্মীর।

জম্বু এবং কাশ্মীর এর 23.7 শতাংশ পরিবারের কাছে অন্তত একটি করে গাড়ি রয়েছে। এই তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে যথাক্রমে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব।

হিমাচল প্রদেশের 22.1 শতাংশ এবং পাঞ্জাবে 21.9 শতাংশের পরিবারের কাছে একটি করে গাড়ি রয়েছে। এই তালিকায় শেষ পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের 2.8 শতাংশ পরিবারের কাছে গাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে।

জাতীয় গড়ের অর্ধেকেরও কম। পশ্চিমবঙ্গের নিচে রয়েছে অন্ধপ্রদেশ, উড়িষ্যা এবং বিহার। 2018 সালের সমীক্ষার রিপোর্ট অনুসারে দেশে 37.7 শতাংশ পরিবারের কাছে মোটরসাইকেল ছিল।

গোয়া, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাডু, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্রিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালায় বর্তমানে 50 শতাংশের বেশি পরিবারের কাছে একটি মোটরসাইকেল স্কুটার রয়েছে।