সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসছে পৃথ্বীরাজ চৌহান, ইতিহাসকে জা’না’র জন্য তরুণ প্রজন্মকে ফিল্মটি দে’খ’তে বললেন অক্ষয় কুমার

এদেশের তরুণ প্রজন্মের অধিকাংশেরই কাছে ইতিহাস খুবই বোরিং একটা বিষয়। ক’জন মানুষ নিজের দেশের ইতিহাস সম্বন্ধে ইন্টারেস্ট দেখায় বলুনতো! তবে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার দাবি করছেন পাঠ‍্যবইয়ের ইতিহাস যথেষ্ট নয়।

নতুন প্রজন্মের উচিত এদেশের অন্যতম মহান বীর সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ব‍্যাপারে আরও অনেক বেশি করে জানা। আর পাঠক্রমেও এই বিষয়গুলো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা উচিত। কারণ পৃথ্বীরাজের জীবন সম্পর্কে অনেক কিছুই অজানা পড়ুয়াদের কাছে। এটাই তাঁর আক্ষেপ।

পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি গভীরভাবে জানতে পেরেছেন বীর যোদ্ধার সম্বন্ধে। তিনি যে সত্যিই কি পরিমাণ সাহসী ছিলেন তা জানতে পেরে অবাক হয়েছেন বিস্তর।

আরো পড়ুন: কতো আ’য় করেন সৌরভ গাঙ্গুলি? ফাঁ’স হ’লো দাদার মোট সম্পত্তির পরিমাণ

পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর কথায়, কবি চাঁদ বরদাইয়ের গ্রন্থ পৃথ্বীরাজ রাসো থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি হয়েছে। এই ছবির মাধ্যমেই বলিউড জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মনুষী চিল্লার। আগামী ৩ রা জুন মুক্তি পেতে চলেছে ‘পৃথ্বীরাজ’।

সম্প্রতি ‘পৃথ্বীরাজ’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, “দীর্ঘ ত্রিশ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি।

কিন্তু ইতিহাস ভিত্তিক কোনো ছবি যে এত বড় মাপে তৈরি হতে পারে তা এত বছরে কোনোদিন দেখিনি পৃথ্বীরাজ চরিত্রটিতে অভিনয় করার পর নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আর এই ব্যাপারে আমি পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং আদিত‍্য চোপড়াকে ধন‍্যবাদ জানাতে চাই।”

আরো পড়ুন: কতো আ’য় করেন সৌরভ গাঙ্গুলি? ফাঁ’স হ’লো দাদার মোট সম্পত্তির পরিমাণ

অক্ষয় আরও বলেন, “চিত্রনাট‍্যে যতটা দেওয়া ছিল তার থেকেও বেশি করে পৃথ্বীরাজ চৌহানকে জানতে চেয়েছিলাম। তার জন‍্য ছবির পরিচালকের দেওয়া একটি বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিলাম। আর সেই বইটি পড়ার পরেই আমি বুঝতে পারি যে পৃথ্বীরাজ চৌহান আদতে কত বড় মাপের যোদ্ধা ছিলেন।”

এ প্রসঙ্গে অক্ষয় আক্ষেপ প্রকাশ করেছেন, “এখনকার ইতিহাস বইতে পৃথ্বীরাজ চৌহানের উপরে শুধু একটাই অধ‍্যায় রয়েছে। এটি সত‍্যিই দুঃখজনক। কারণ প্রত‍্যেক শিশুর জানা উচিত পৃথ্বীরাজ চৌহান ও তাঁর বীরত্বের বিষয়ে।

সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, প্রতিটি স্কুলে এই শিক্ষামূলক ছবিটি দেখানো হোক, ভারতের ইতিহাস যাতে সবাই জানতে পারে এবং সে বিষয়ে আগ্রহী হয়।