সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিনিয়র সিটিজেনরা কিভাবে লোয়ার বা’র্থ কনফার্ম করবেন? উ’পা’য় বা’ত’লে দি’লো রেল

দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় অনেকেরই একটা অভিযোগ থাকে, যাত্রার সময় নিচের বার্থ বা বলা ভালো লোয়ার বার্থ না পাওয়া নিয়ে। ট্রেনে যাঁরা যাতায়াত করে থাকেন; তাঁদের জন্য লোয়ার বার্থ খুবই আরামদায়ক একটি বিষয়।

পাশাপাশি, লোয়ার বার্থ দেশের সিনিয়র সিটিজেনদের জন্যেও অত্যন্ত জরুরি। তাঁদের শারীরিক অবস্থার জন্য, তাঁরা আপার কিংবা মিডল বার্থে উঠতে পারেন না অনেকক্ষেত্রে। তাই লোয়ার বার্থ বুকিং একান্ত জরুরি হয়ে ওঠে যাত্রীদের কাছে।

IRCTC- এর তরফ থেকে জানানো হয়, রেলে সিনিয়র সিটিজেনদের লোয়ার বার্থ বুকিংয়ের কিছু নিয়ম আছে৷ দুজনের বেশি সিনিয়র সিটিজেন থাকলে, তাঁদের ক্ষেত্রে সবসময় কনফার্ম লোয়ার বার্থ দেওয়া সম্ভব হয় না।

আরো পড়ুন: মাঝ আকাশে উড়ন্ত প্লেনে যাত্রীর মোবাইল দা’উ দা’উ করে জ্ব’লে উ’ঠ’লো

এছাড়া, যদি দুজন যাত্রী একসঙ্গে একই টিকিটে যাতায়াত করেন এবং তাঁদের মধ্যে একজন সিনিয়র সিটিজেন হন এবং অপরজন যদি না হন তবে কনফার্ম লোয়ার বার্থ পাওয়া অনেকক্ষেত্রে৷ এছাড়া পুরুষদের ক্ষেত্রে এই সিনিয়র সিটিজেনদের বয়স 60 হতেই হবে৷ 60 এর নীচের কেউ সিনিয়র সিটিজেন হিসাবে গণ্য হবেন না। মহিলাদের ক্ষেত্রে অবশ্য এই বয়সের পরিমাণ 45।