Home দেশ নদীতে পা’ও’য়া গে’লো রূপোর ক’য়ে’ন! খবর ছ’ড়ি’য়ে পড়তেই গো’টা গ্রা’ম ভিড় জ’মা’লো

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীতে পা’ও’য়া গে’লো রূপোর ক’য়ে’ন! খবর ছ’ড়ি’য়ে পড়তেই গো’টা গ্রা’ম ভিড় জ’মা’লো

ইতিমধ্যেই বন্যার যে রীতিমতো নাজেহাল হয়ে গেছে মধ্যপ্রদেশ। বহু মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া হয়ে গেছেন। একটানা বৃষ্টির ফলে বহু জায়গায় জল জমে ব্যাহত হয়েছে জনজীবন। তবে এরই মধ্যে অশোকনগরের পঞ্চবলি গ্রামে ঘটে গেল একটি আশ্চর্য ঘটনা। রবিবার জল কমতেই দেখতে পাওয়া গেল নদীগর্ভে বহু রুপোর কয়েন।

রুপোর কয়েন খুঁজে পাওয়ার ঘটনাটি মুখে মুখে চাউর হয়ে যাবার পর গোটা গ্রাম রুপো লাভের আশায় নদীর পাড়ে জড়ো হয়ে যায়। এই রুপালি কিন্তু যে সে কয়েন নয়, প্রত্যেক রুপোর কয়েনে লেখা রয়েছে ইংরেজি ভাষার শব্দ। ইতিমধ্যেই গ্রামবাসীদের হাতে পরেছে সাত-আটটি রুপোর কয়েন। আরো কয়েন পাবার আশায় গ্রামবাসীরা রীতিমতো মরিয়া হয়ে গেছেন। নদীর তীরে জমায়েত হয়েছেন তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, বন্যার জলে কোন জায়গা থেকে ভেসে নদীতে পড়েছে এই সমস্ত কয়েন গুলি। স্থানীয় জেলা প্রশাসক সংবাদমাধ্যমের কাছ থেকে এই সমস্ত খবর পেয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন। কোথা থেকে এই রুপোর কয়েন গুলি এলো, তার জন্য তদন্ত শুরু করে দিয়েছেন তারা।

গ্রামবাসীদের আশঙ্কা, হয়তো কোনো ব্যক্তি মানত করে এই রুপোর কয়েন গুলি দান করেছিল, যেগুলি প্লাবনের জলে ভেসে এসেছে এই গ্রামে। তবে যাই হোক না কেন আপাতত রুপোর কয়েন নিয়ে বেশ খুশি গ্রামবাসীরা।