সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গে ঘু’র’তে আসতে চাইছেন? ধসপ্রবণ এরিয়া গু’লো কোনগুলি জেনে নিন

বর্ষার দিনে পাহাড় ভ্রমণ মানেই নিরাপত্তার ত্রুটি লক্ষ্য করা যাবে সহজেই। কারণ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা কেউই অবগত নই, বিশেষ করে বর্ষার দিনে পাহাড়ে ধস একটি সাধারণ প্রাকৃতিক বিষয়।

দার্জিলিং কালিম্পং কার্শিয়াং মিরিক যেখানেই আপনি যান না কেন, সমস্ত এলাকাতেই বর্তমান সময়ে ধস নামার প্রকোপ অনেকটাই বেশি। তাই এই সময়ে পাহাড়ে ভ্রমণ না করাটাই ভালো।

ঘুরতে আসলে মন ভালো থাকে অবশ্যই কিন্তু প্রাণের ঝুঁকিও তো রয়েছে অনেকটা। তাই সমস্ত কিছু আগে থেকেই জেনে রাখা উচিত।

আরো পড়ুন: সাজি ন’য় খড়কুটোর এই অভিনেত্রী অর্জুনের আ’স’ল প্রেমিকা, দেখুন ছ’বি

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং সহ পাহাড়ি অঞ্চলগুলো বর্ষার দিনে খুবই ঘাতক হয়ে ওঠে।

তাছাড়া সিকিমের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের এই তালিকার অন্তর্ভুক্ত। এখন মনে প্রশ্ন আসতেই পারে ধ্বস কেন নামে? আসলে অতি বৃষ্টির কারণে যখন সেই এলাকার টেকনিক প্লেটের নড়াচড়া হয় তখন হিমালয়ের পাথর ক্রমশ ভঙ্গুর হয়ে ওঠে।

তাছাড়া এই সমস্ত এলাকায় নাকি নবীন পাললিক শিলায় গঠিত, তার কারণে হালকা কিছুটা কম্পন এলেই তার সাথে অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধ্বস নেমে আসে। যেটা বিশেষজ্ঞদের মতামত।