সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন্যাসাল ডো’জ কিভাবে দেওয়া হবে? জেনে নিন বি’শ’দে

ভারতের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছেন নেজাল ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া। যারা সুচে ভয় পান তাদের জন্য এই টিকাকরণ। এই নতুন টিকা কেমন হবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। ২০১৯ সালে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই এই প্রতিষেধক নিয়ে নানান গবেষণা চর্চা শুরু হয়েছিল।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের টিকাকরণ সবচেয়ে বেশি হয়েছিল বলেও মত প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। এবার ভারত বায়োটেক নিয়ে এসেছে নেজাল্ ভ্যাকসিন বা নাসা প্রতিষেধক। ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলিতে পাওয়া যাচ্ছে এই বিশেষ টিকা।

কো উইন অ্যাপের নথিবদ্ধ করনের মাধ্যমে এই প্রতিষেধক নিতে পারবেন গ্রাহকরা। কেবলমাত্র নাকি একবার ড্রপ দিলেই ব্যাস,করোনা থেকে বাঁচবার একটা হাতিয়ার পেয়ে যাবেন।

আরো খবর: হঠাৎ করেই “বেশরম” হলেন অপরাজিতা, ড্যান্স ফ্লোরে উ’ষ্ণ’তা ছড়ালেন লক্ষ্মী কাকিমা

বছরের একেবারে শেষে যখন চীন সহ অন্যান্য দেশে বার বাড়ন্ত দেখাতেই শুরু করেছে করোনা ঠিক সেই সময় এই নতুন টিকাকরণের উপর জোরদান করেছে ভারত।

কো উইন অ্যাপ ডাউনলোড করার পরেই সেখানে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন গ্রাহকরা তবে এক্ষেত্রে প্রথম দুটি ডোজ নিতে হবে। তবে প্রতিষেধক হিসেবে এই ড্রপের কার্যকারিতা অনেকটাই বেশি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

গবেষণা করে দেখা গিয়েছে এই টিকা শরীরে ইমিউনিটি পাওয়ার একটু বেশি তৈরি করবে। তবে এক্ষেত্রে প্রথম দুটি ডোজ সুচ দিয়ে নেওয়া বাধ্যতামূলক। তবেই নিতে পারবেন এই ন্যাজাল ভ্যাকসিন।