সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্পূর্ণ ওষুধের পাতা আর কিনতে হবে না, ট্যাবলেটের মোড়কেই থাকবে মেয়াদ শেষ হওয়ার তারিখ

ওষুধের দোকানে গিয়ে এক পাতা ট্যাবলেট আপনাকে কিনতেই হবে। লাগুক কিংবা না লাগুক একটা কিংবা দুটো ট্যাবলেট দেওয়া হয় না। এবার গ্রাহকদের আর এই সমস্যায় পড়তে হবে না তাদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গ্রাহকদের সমস্যার সমাধানে তারা সর্বদা বদ্ধপরিকর তাই ওষুধ শিল্পের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে আলোচনা হয়েছে।

নতুন প্ল্যানে কিছু পরিবর্তন আনা হচ্ছে বলেও জানা গিয়েছে। এবার থেকে গ্রাহকদের আর ট্যাবলেট কিংবা ক্যাপসুলের পুরো পাতা কেনার কোন দরকার নেই বরং তারা নিজেদের প্রয়োজনমতো চারটে কিংবা তিনটে করে ট্যাবলেট কিনতে পারেন।

এই প্রসঙ্গে মন্ত্রণালয় আরো জানিয়েছে গ্রাহকদের সমস্যার সমাধানে ওষুধ শিল্পের সঙ্গে আমরা আলোচনা করেছি পুরনো প্লেনে কিছু পরিবর্তন আনা হচ্ছে। রসায়নবিদরা জানিয়েছেন পুরো পাতা এবার থেকে আর কেউ আপনাকে কিনতে বাধ্য করতে পারবে না।

যদি কেউ জোর করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। ইতিমধ্যে কিউ আর কোড ওষুধের পাতার উভয় পাশে কিংবা প্রতিটি পাশে লাগানো যেতে পারে এমন ব্যবস্থা করা হয়েছে।

National consumer helpline অনুযায়ী ওষুধের পুরো পাতা কিনতে বাধ্য করা হচ্ছে গ্রাহকদের এমন অভিযোগ আসছে। এছাড়া গ্রাহকদের দাবি তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনা সেটা বুঝতে পারেন না একপাতা কিনলে।

এমন নানান রকম অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে মন্ত্রক বিভিন্ন বিকল্প পথ বিবেচনা করছে। সম্প্রতি ফার্মা মেডিকেল ডিভাইস শিল্প গুলির সঙ্গে একটি বৈঠক হয়েছে সেখানে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল শীর্ষ কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।