সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর দিকে জানুয়ারিতে ধে’য়ে আ’স’তে চলেছে একের পর এ’ক হানাদার: নাসা

জানুয়ারি মাসে 10 টি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ছোট মাঝারি বড় আকার মিলিয়ে মোট দশটি গ্রহাণু সম্পর্কে জানতে পেরেছেন বিশেষজ্ঞরা। এদের মধ্যে থেকে তিনটি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে বলে জানানো হচ্ছে। বুধ-বৃহস্পতি এবং শুক্রবার পরপর তিন দিনে এই তিনটি গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছাকাছি চলে আসবে বলে জানা যাচ্ছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বুধবার যে গ্রহটি পৃথিবীর সবথেকে কাছে আসবে সেটি আজ থেকে প্রায় 100 বছর আগে পৃথিবীর এত কাছে এসেছিল। নাসার তরফ থেকে সোমবার এই খবর জানানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এমন গ্রহাণুকে নিয়ার আর্থ অবজেক্ট বলে চিহ্নিত করেন। নাসা এখনো পর্যন্ত এমন 26000 গ্রহাণুর সন্ধান পেয়েছেন।

এরমধ্যে হাজারটি গ্রহাণু আগামীদিনের পৃথিবীর জন্য বিপদজনক হয়ে উঠতে পারে বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে। গত ডিসেম্বর মাসে 6 টি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল। এর মধ্যে কোনো কোনোটি পৃথিবীর একেবারে পাশ ঘেঁষে বেরিয়ে গিয়েছে। বাকিগুলি কিছুটা দূরত্ব বজায় রেখেই চলেছে।

বুধবার থেকে পরপর তিনদিন যে গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে তাদের মধ্যে আকারে সবথেকে বড়টি বুধবার পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এই গ্রহাণুর নাম রাখা হয়েছে 22021ওয়াইকিউ। পৃথিবীর কাছে আসার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 52 হাজার 848 কিলোমিটার।