সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পায়রা মেট্রো স্টেশনে বা’সা বেঁধেছে, তা’ড়া’তে ভাড়া করা হলো বাজপাখি

পায়রা তাড়াতে বাজপাখি ভাড়া নিতে হলো। ব্যাপারটি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্যিই এই ঘটনাই ঘটেছে। বহুদিন ধরে মেট্রো স্টেশনের যাত্রীরা ভুগছেন পায়রার আতঙ্কে। অবশেষে যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস নিতে ভাড়া করা হলো বাজপাখি।

মেট্রো স্টেশনে পায়রার বাসা থাকার কারণে যাত্রীদের নানান সময়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় যাত্রীদের জামাকাপড়ও নোংরা হয়ে যায়। ঘটনাটি সান ফ্রান্সিসকোর।

সানফ্রান্সিসকোর এল সেরিতো দেল নোরতে মেট্রো স্টেশনে পায়রা তাড়ানোর জন্য রাখা হয়েছে একটি বাজপাখিকে। বাজপাখিটির নাম প্যাকম্যান। প্রত্যেকদিন তার ডিউটি থাকে গোটা মেট্রো স্টেশন জুড়ে টহলদারী করা।

আরো পড়ুন: কয়েক সেকেন্ডের ঝ’ড়ে লন্ডভন্ড সন্দেশখালির সরবেড়িয়া, ব’হু বাড়ি ধূলিসাৎ

বাজপাখি কে দেখলেই আত্মারাম খাঁচা হয়ে যায় পায়রাদের। মূলত প্রত্যেকদিন পাঁচ বছরের এই প্যাটম্যান এর কিন্তু ডিউটি থাকে না সপ্তাহে তিন দিন ডিউটি করে। রিকি ওটিজ নামের এক ব্যক্তি পাখিটির মালিক। রোজ রিকি ওই প্লাটফর্মে পায়চারি করে এবং তার কাঁধে থাকে প্যাকম্যান।

তবে এই রকম পদক্ষেপ নেয়ার ফলে যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কি এবং তিনি জানিয়েছেন, “প্রথম সপ্তাহ থেকে বর্তমানে সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে পায়রাকে। তিনি মজার ছলে বলেছেন কারোর কি ইচ্ছে করে বাজপাখির লাঞ্চ হতে”।

তবে বাজপাখিকে সামনে দেখে বর্তমানে অনেক পায়রা এই নিজের বাসা ত্যাগ করে অন্যত্র চলে গেছে। মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষের এরকম একটি পদক্ষেপে খুশি হয়েছেন যাত্রীরা। জানা গেছে খুব তাড়াতাড়ি স্টেশনের সিলিংয়ে টানানো হচ্ছে নেট এবং কাঁটা যাতে আগামী দিনে পায়রার হাত থেকে যাত্রীরা বাঁচতে পারে।