সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিরো-র প্রথম ইলেক্ট্রিক স্কুটি Vida Plus, এ মাস থেকেই শু’রু হ’চ্ছে বুকিং

হিরো কোম্পানির তরফ থেকে এবার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে। সেলসের দিক থেকে বিশ্বের বৃহত্তম মোটর সাইকেল নির্মাণকারী সংস্থা হল ভারতের হিরো মোটোর, এবার তাদের পক্ষ থেকে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। এমনিতেও বর্তমান বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা এখন তুঙ্গে, এই কারণেই এই কোম্পানি এবার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

হিরো মোটোরসের তরফ থেকে জয়পুরের লঞ্চ ইভেন্টে প্রকাশ্যে আনা হয়েছে হিরো মোটোরের তরফ থেকে নতুন ইলেকট্রিক স্কুটার আগামী দিনে গোটা ভারতবর্ষে ইলেকট্রিক বাইকের বিক্রি বাড়াতে চায় ভারত। আগামী দিনে দুই চাকার যান বিক্রির ক্ষেত্রে ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক এর ক্ষেত্রে ৮০% বিক্রি চায় ভারত এবং ২০৩০ সালের মধ্যে লক্ষ্য পূরণ করতে চায় গোটা দেশ।

মানে হিরো মোটোরস এবার ভিভো প্লাস মডেল নিয়ে উপস্থিত হয়েছে গ্রাহকদের কাছে যে স্কুটারের দাম ১ লক্ষ ৪৫ হাজার টাকা, তবে এতদিন পর্যন্ত যে সমস্ত ইলেকট্রিক স্কুটার গুলি লঞ্চ হয়েছে সেগুলো তুলনায় এই ইলেকট্রিক স্কুটার দাম বেশ খানিকটা বেশি। ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ দিলে চলবে ১৪৩ কিলোমিটার পর্যন্ত। এবং এটাই হল সর্বনিম্ন রেঞ্জ।

আরো পড়ুন: ব’ড় খবর, মিড-ডে মিলের ব’রা’দ্দ বা’ড়া’লো কেন্দ্রীয় সরকার, জানুন বি’শ’দে

ather সংস্থার তরফ থেকেই এই রেঞ্জের স্কুটার পাওয়া যাবে। সেপ্টেম্বর মাসে হিরো কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে প্রায় ৬০ মিলিয়ন ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা ক্যালিফোর্নিয়ার হিরো মোটরসাইকেলে বিনিয়োগ করেছেন। তারা সেই সঙ্গে যৌথ উদ্যোগে ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করার ক্ষেত্রেও বিনিয়োগ করা হয়েছে।

এর পরেই হিরো মোটো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে ather স্টার্টআপে। ২০২১ সালের তাইওয়ানের gogoro সংস্থার সঙ্গে জুটি বেঁধে ছিল হিরো মোটো। আগামী ১০ই অক্টোবর থেকে হিরো মোটো সংস্থার পক্ষ থেকে ইলেকট্রিক স্কুটার ভিদা প্লাস মডেলের জন্য বুকিং নেওয়া শুরু হবে এবং ডেলিভারি দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে।