সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন্দিরে প্র’বে’শ করার আ’গে ৯৯% মানুষ এই ভুলগুলো করেন! আপনি একদম ক’র’বে’ন না

ঘরের, পরিবারের কল্যাণের জন্য সকলেই নিজের বাড়িতে দেবতার আরাধনা করেন। অনেকে আবার নিয়মিত মন্দিরেও যান ভগবানের পূজার্চনা করতে এবং দেবতার আশীর্বাদ লাভ করতে। মন্দির অত্যন্ত পবিত্র স্থান। সনাতন ধর্মে ভগবানের দর্শনকে অত্যন্ত ভাগ্যের বিষয় বলে মনে করা হয়। কিন্তু মন্দিরে যাওয়ার সময় অনেক কথাই আমরা খেয়াল করি না। সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় মাথায় রাখা অবশ্যই দরকার এবং ভুলগুলো এড়িয়ে চলা উচিত।

বেশিরভাগ সময় মন্দিরে প্রচুর ভিড় থাকার কারণে মানুষ একে অপরে সামনে দাঁড়িয়ে থাকে ভগবানকে দর্শনের জন্য। এটা মোটেও করা ঠিক নয়। সর্বদা ভক্তিসহকারে মন্দিরে দেবতার পূজা করা উচিত।

অধিকাংশ মানুষ মন্দির পরিক্রমা করেন। কিন্তু মন্দির পরিক্রমার সঠিক নিয়ম অনেকেই জানেন না। জ্যোতিষ মতে পরিক্রমা করার সব সময় বাম হাত থেকে শুরু করতে হয়। শিবলিঙ্গ প্রদক্ষিণ করার সময় মনে রাখতে হবে, যেখান থেকে জল প্রবাহিত হচ্ছে সেই স্থান কখনোই অতিক্রম করা উচিত নয়।

মন্দিরে যাওয়ার সময় চামড়ার বেল্ট বা চামড়ার কোন পণ্য মন্দিরের ভেতরে বহন করা উচিত নয়।এর পেছনে রয়েছে একটি ধর্মীয় কারণ। যেহেতু চামড়ার পণ্যে পশুর চামড়া ব্যবহার করা হয় তাই চামড়াকে অশুভ বলে মনে করা হয়। তাই চামড়ার জিনিস এক্ষেত্রে নিষিদ্ধ বলে গণ্য। মন্দিরে কখনোই উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা ঠিক নয়। কারণ মানুষ মন্দিরে গিয়ে সবকিছু ভুলে ভগবানের প্রতিই মনোনিবেশ করেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন।