সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা! আচার ছি’ট’কে ঘরের ছাদে লে’গে গিয়েছিল, সেই আচার শিল্পের এখন ৫ লক্ষ টা’কা দাম

সম্প্রতি নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারিতে ঘটে গেছে একটি অবিশ্বাস্য ঘটনা। আচারের তেলে মাখা একটি জিনিস আটকে আছে ছাদে। আর সেই ছবিই নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা দেখার জন্য ভিড় করেছে হাজার হাজার মানুষ। আর সেই ছবির দাম হুহু করে বাড়ছে।

নিউজিল্যান্ডের টাকায় সেই শিল্পের দাম উঠেছে ১০ হাজার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকার সমান, আর এহেন ঘটনায় সারা বিশ্বের মানুষ হতবাক হয়ে গিয়েছে। কিন্তু কী এমন আছে সেই শিল্পে! অকল্যান্ডের মিশেল লেত গ্যালারিতে এই শিল্পটি প্রদর্শিত হচ্ছে। আসল ঘটনা হল এই যে, মেথ্যু গ্রিফিন ম্যাকডোনাল্ডসের একটি চিজ বার্গার খাচ্ছিলেন।

তখন সেই চিজ বার্গার থেকে এক টুকরো আচার ওই গ্যালারির ছাদে ছিটকে লাগে এবং সেখানে আটকে যায়। কারণ ওই আচারের টুকরোটি তৈলাক্ত হওয়ায় কংক্রিটের দেওয়ালে সেটি আটকে থাকে। সেটির ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই আচার শিল্পের ছবিটি শেয়ার করে তিনি নাম দিয়েছিলেন পিকল, যার বাংলা অর্থ আচার।

আরো পড়ুন: আ’জ’ব চাকরি! শুধু লজেন্স খেয়েই ৬১ লক্ষ টা’কা আয়

তার পর থেকেই এটি আচার শিল্প নামে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে হাজার হাজার কমেন্টে। সেই সাথে ব্যাপক মাত্রায় শেয়ারও হয়েছে। শেষমেষ শিল্পী এটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলে এর দাম ধার্য করা হয় ৫ লক্ষ টাকা। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সিডনির ফাইন আর্টস সংগঠনের ডিরেক্টর রায়ান ম্যুর বলেন, এই ছবি দেখে যে অনেকে অনেক হাসি-ঠাট্টা করছেন, যেটা কখনোই ঠিক নয়।

 

View this post on Instagram

 

A post shared by Michael Lett (@michaellettgallery)


একজন শিল্পীর অসম্মান কখনোই কাম্য নয়। এটি কোনও শিল্প কি না, তা নিয়ে বিশেষ না ভেবে তিনি মনে করেছেন, এহেন ঘটনার ফলে বিভিন্ন মানুষের মধ্যে শিল্পবোধ নিয়ে যে আলোচনা তৈরি হচ্ছে, সেটাই এই শিল্পের ব্যাপক স্বার্থকতা। তিনি বলেছেন, একজন শিল্পীই কোনটি শিল্প, কোনটি নয় তা সৃষ্টি করেন।

আর অন্য ভাবে বলতে গেলে আমরা সমাজবদ্ধ জীব, শিল্পের দর্শকও বটে, তাই একজন শিল্পী কোনটিকে আর্ট হিসাবে ভাবছে, সেটিই হল আসল বিষয়। ভাইরাল হওয়া ছবিটি দেখলে হয়তো মনে হতে পারে, এখানে শিল্পীর কোনও ভূমিকাই নেই। কিন্তু এখানেই শিল্পীর ভূমিকা। দর্শকদের একাংশের মতে, এর মধ্যে ভাষ্কর্যের রূপ আছে।