সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রয়্যাল বেঙ্গল টাইগার দে’খা দিতেই জ’ঙ্গ’ল সা’ফা’রি ব’ন্ধ বক্সায়

সম্প্রতি বক্সা অভয়ারণ্য বাঘের দেখা মিলেছে। বাঘের পায়ের ছাপ এবং সিসিটিভি ক্যামেরাতে বাঘের উপস্থিতি দেখে জঙ্গল সাফারি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন 8 থেকে 10 দিন জঙ্গল সাফারি বন্ধ রাখা হবে।

শনিবার বক্সার জঙ্গলে বাঘের দেখা পাওয়া যাবে বলে জানিয়েছে বন দপ্তর। ট্র্যাপ ক্যামেরাতে তোলা ছবিতে দেখা গিয়েছে শুক্রবার গভীর রাতে বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। বিগত কয়েকদিন ধরেই বক্সাতে বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল। এরপরই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় বনদপ্তর।

মঙ্গলবার কলকাতা থেকে চার সদস্যের বিশেষজ্ঞ দল বক্সা যাবেন বলে জানানো হয়েছে। বক্সায়য় বাঘের সংখ্যা এবং লিঙ্গ জানার জন্য বনকর্মীরা জঙ্গলে নজরদারি চালাতে চলেছেন। যে কারণে জঙ্গল সাফারি বন্ধ রাখা হবে। বক্সার অবস্থিত বনবস্তিগুলিকে জাল দিয়ে ঘেরার ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বক্সার জঙ্গলের জয়ন্তী নদীর পাড়ে একটি প্রাপ্তবয়স্ক হাতিকে দেখতে পাওয়া গিয়েছে। যে জঙ্গলে বাঘের খোঁজ পাওয়া গিয়েছে সেখান থেকে নদী পার করে জয়ন্তী রেঞ্জে ঢুকে পড়ে হাতিটি। তারপর সে গভীর জঙ্গলে প্রবেশ করে। হাতিটিকে দেখার জন্য রাস্তার উপর ভিড় করেন পর্যটকরা।