সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শনির সাড়ে সাতির প্র’ভা’ব নিজের জী’ব’নে পড়লে কি কি ঘ’ট’না ঘ’ট’বে জেনে নিন

শনির সাড়েসাতি প্রভাবকে ভয় পান অনেকেই। শনির তিনটি রাশি অতিক্রম করতে মোট সাড়ে সাত বছর সময় লাগে। এই সময় ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়। সব সময় কঠিন পরিশ্রম করতে হয় তাহলে ভালো ফল দেবে শনি। সবসময় নিজেকে পুরনো চিন্তাভাবনা থেকে বের করে এনে, স্বাচ্ছন্দ্যের এলাকা থেকে বেরিয়ে এসে নতুনভাবে জগতকে চিনতে হবে। এ সময় অনেক প্রতিবন্ধকতা আসবে। তবে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবেনা।

শনি কর্মফল দাতা। যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন। সাড়েসাতির পর্যায়ে আলস্য ত্যাগ করতে হবে। অসাফল্য, প্রতিবন্ধকতার মুখে পড়লে স্ট্রেস আসতে পারে। তবে অতিরিক্ত চিন্তা ভাবনা করে সময় নষ্ট করার থেকে একাগ্রতা সঙ্গে কাজ করে যেতে হবে। একইসঙ্গে বজায় রাখতে হবে নিজের আত্মবিশ্বাস। কোনও পরিস্থিতিতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেললে চলবে না। মনে রাখতে হবে এ সময় আপনি যত বেশি স্থিতাবস্থা পালন করতে চাইবেন, তত পতনের মুখে পড়তে হবে।

এই সময়কালে নতুন চাকরি পেতে পারেন বা নিজের স্টার্টআপ শুরু করতে পারেন। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে এবং স্বল্প মেয়াদী লোকসান উপেক্ষা করে যেতে হবে। জয় পরাজয় থাকবে আপনার হাতেই। অনেক সময় এমন রুটিনে জড়িয়ে পড়তে পারেন যা আপনার একেবারেই পছন্দ নয়। এই রুটিন থেকে বেরিয়ে আসার চিন্তা করবেন না। একাগ্রতার সঙ্গে নিজের কাজ করে যান। সাবধানতার সঙ্গে শৃঙ্খলা পরায়ন জীবন যাপন করতে হবে। অনুশাসন সফল করে তুলতে পারে।

সাড়েসাতি কার্যত ব্যক্তিকে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে যায়। নিজের ভুল খুঁজে বের করে সেখান থেকে শিক্ষা নিন। শনি দেবতার কাছে সমস্ত কাজের প্রতিফল পাবেন। ভালো কাজ করলে আপনার সঙ্গে ভালো হবে। খারাপ কাজের প্রতি ফলে খারাপ প্রতিদান পাবেন।