সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সিঙ্গাপুরের বাসিন্দারাও লেনদেন করতে পারবে UPI-র মাধ্যমে, দুদেশের মধ্যে সংযোগ স্থা’প’ন মোদির

এবার থেকে সিঙ্গাপুর থেকে যে কেউ ভারতে থাকা আত্মীয় পরিজন অথবা বন্ধুদের একাউন্টে টাকা পাঠাতে পারবেন। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ইউপিআই এবং পে নাউয়ের মাধ্যমে দুই দেশের মধ্যে টাকার লেনদেন এখন থেকে করা যাবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিইন লু এর একটি ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে এই ডিজিটাল আর্থিক লেনদেনের প্লাটফর্ম ইউপিআই এবং পে নাউয়ের সংযোগ করা হয়।

এখন থেকে ভারত এবং সিঙ্গাপুরে বসবাসকারী মানুষরা google পে থেকে শুরু করে পেটিএম এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমগুলি ব্যবহার করতে পারবেন। বেলা ১১ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ইউপিআই এবং পে নাউ এর অন্ত সীমান্ত যোগ স্থাপন হয়।

আরো খবর: “সপ্তাহান্তে বিয়ে” আবার কি জিনিস? কেমন হয় এই বি’য়ে’র আ’চা’র রীতিনীতি?

এই অনুষ্ঠানে ও ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করছেন যে এর ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মাইলস্টোন তৈরি হবে।

এইরকম একটি যোগসংযোগ করার পরবর্তীকালেই দুই দেশে বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই দুই দেশের নাগরিকদের কাছে এটি একটি উপহার।