সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে বে’ধ’ড়’ক মা’র’ধ’র, FIR তিলজলার ওসি-র বিরুদ্ধে

তিলজোলা থেকে কিছুদিন আগেই একটি ক্ষতবিক্ষত শিশুর দেহ উদ্ধার করা হয়েছিল। যেটা নিয়ে দারুন উত্তপ্ত হয়েছিল কলকাতা। এবার সেই ঘটনার কারণেই শিশুর মা বাবার সাথে দেখা করতে গিয়ে হেনস্তার শিকার হল বলে অভিযোগ করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

গতকাল শুক্রবার চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো কলকাতায় আসার পরেই একের পর এক অভিযোগ সামনে নিয়ে আসল। এখানেই শেষ নয় কলকাতায় এসে ওসির বিরুদ্ধে এফআইআর দাবি করল। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হবে আর যেটার দায়িত্ব নিয়েছে কলকাতার পুলিশের গোয়েন্দা বিভাগ।

কলকাতায় এসে প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, তিনি যখন সেই শিশুর মা বাবার সঙ্গে দেখা করতে যান তখন তাকে ৭-৮ জন এসে মারধর করে। গোপন ক্যামেরায় সেটা রেকর্ড করা হয়েছে। এমনকি ওসিও নাকি তাকে মারধর করে‌। সবাই মারধোর করে কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছি।

আরো খবর: আজ থেকেই মহিলা সম্মান স’ঞ্চ’য়ে বি’নি’য়ো’গ ক’রা যাবে, কি কি সু’বি’ধা মিলবে জানুন

সেখানে পুলিশের গাফিলতির কথা উঠে আসছিল আর সেই কারণেই এই ঘটনা। ইতিমধ্যেই ওসি-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৩, ৩৪১, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় মামলা হয়েছে। তিনি শেষে বলেন, এই রাজ্যে অন্যায়ের প্রতিবাদ করলে হয়তো এভাবেই মারধর করা হয়।