সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ থেকেই মহিলা সম্মান স’ঞ্চ’য়ে বি’নি’য়ো’গ ক’রা যাবে, কি কি সু’বি’ধা মিলবে জানুন

৩১ মার্চ এখন অতীত, আজ ১ লা এপ্রিল নতুন আর্থিক বছরের শুরু। আর আজ থেকেই ভারত সরকারের বিভিন্ন নতুন সব স্কিমের কাজকর্ম শুরু হয়েছে।বিশেষ করে মহিলাদের জন্য যে মহিলা সম্মান স্কিম লঞ্চ করা হয়েছে, সেখানে বিনিয়োগ আজ থেকে চালু করা হল।

১ লা ফেব্রুয়ারি যখন নির্মলা সীতারমন বাজেট পেশ করেছিল তখনই তিনি ঘোষণা করেছিল এই মহিলা সম্মান স্কিম এর কথা। মহিলাদের কথা মাথায় রেখেই এই স্কিম চালু করা হয়েছে। যেখানে মহিলারা সঞ্চয় করতে পারবে।

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে মহিলারা কেবলমাত্র ২ বছরের জন্যই টাকা সঞ্চয় করতে পারবে, আর সেই টাকার ওপরে ৭.৫% সুদ দেওয়া হবে।

আরো খবর: বি’শে’ষ দি’নে হবু স্ত্রী ঐন্দ্রিলাকে কি উপহার দিলেন অঙ্কুশ? কত বয়স হ’লো অভিনেত্রীর?

মহিলারাই এই একাউন্ট শুধু খুলতে পারবে বা কোনো অভিভাবক তাদের মেয়ের নামেও এই একাউন্ট খুলতে পারবে।  ৩১ মার্চ ২০২৫ হল পর্যন্ত মহিলারা এই একাউন্টে টাকা রাখতে পারবে।

এই স্কিমে মহিলারা ১০০০ থেকে শুরু করে ২ লক্ষ পর্যন্ত টাকা রাখতে পারবে। তাছাড়া এই স্কিমে অ্যাকাউন্ট ধারককে সিঙ্গল অ্যাকাউন্টহোল্ডার হওয়া আবশ্যক।