সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছট উপ’ল’ক্ষে অস্ত’গামী সূ’র্য প্র’ণা’ম ক’র’তে মহা’নন্দা নদী’তে ভি’ড় পুণ্যা’র্থী’দে’র

ছট উপলক্ষে অস্তগামী সূর্য প্রণাম করতে মহানন্দা নদীতে ভিড় পুণ্যার্থীদের

মালদা, ১০ নভেম্বর: ছট উপলক্ষে অস্তগামী সূর্য প্রণাম করতে মহানন্দা নদীতে ভিড় হাজার হাজার পুণ্যার্থীর।

কেউ মাটিতে গণ্ডি কেটে শুয়ে পৌঁছান মহানন্দার ঘটে। কেউ ঢাক সহ অন্যান্য বাদ্যযন্ত্রের সহযোগে মাথায় জল ঢালা নিয়ে হাটে পৌঁছান। নিষ্ঠা সহযোগে সূর্য প্রণাম করতে নদীতে নেমে আরাধনা করেন পুণ্যার্থীরা।

সূর্য অস্ত গেলে পূজো সেরে তারা ডালা নিয়ে আবার রওনা দেন বাড়িতে। বৃহস্পতিবার ভোর রাতে আবার তারা ডালা সাজিয়ে ছট পূজা করতে পৌঁছোবেন মহানন্দার ঘাটে।

তবে নদীতে প্রচুর জল থাকায় অসুবিধায় পড়েন পুণ্যার্থীরা।

যদিও পুরো প্রশাসক সুমালা আগারওয়ালা জানিয়েছেন, পুরসভার পক্ষ থেকে বালির বস্তা ফেলে ঘাট সংস্কার করা হয়েছে।