সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“সপ্তাহান্তে বিয়ে” আবার কি জিনিস? কেমন হয় এই বি’য়ে’র আ’চা’র রীতিনীতি?

যত দিন যাচ্ছে ততই বিবাহ নিয়ে মানুষের মধ্যে অনীহা বাড়ছে। জীবনে একটা বড়ো বোঝা বা ভার হয়ে দাঁড়িয়েছে এই বিয়ে নামক প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্ম বিয়ে মানেই ভয় পেতে শুরু করেছে। আসলে বিয়ে নিয়ে মূল যে ভয় গুলো কাজ করে তা হলো দুটো মানুষের বিয়ের পর দুজনার জীবনেই একটা আমূল পরিবর্তন আসে। অনেক বেশি দায় দায়িত্ব বেড়ে যায়। নিজেদের স্বাধীনতাও অনেক কমে যায় বলে পুরুষ ও নারী উভয়ই মনে করেন।

আর তাই জাপানিরা কিন্তু এই সমস্যার সমাধান বার করেছেন! জাপানিদের মধ্যে এখন ‘উইকেন্ড ম্যারেজ প্রথা খুব চালু হয়েছে।
এভাবে তারা মনে করছেন তাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো আছে। আসুন জেনে নেওয়া যাক এই উইকেন্ড ম্যারেজ বা সেপারেশন ম্যারেজ টা কি বিষয়। মূলত, এই ধরনের বিয়েতে কেবল সপ্তাহান্তে ছুটির দিনগুলিতে দম্পতিরা একসঙ্গে থাকেন। সপ্তাহের বাকি দিনগুলিতে তাঁরা সঙ্গীর থেকে আলাদা নিজের মতো করে সময় কাটান!

পরিবারের সব দায়দায়িত্ব কিন্তু দু’জনেই ভাগ করে নেন সপ্তাহের সব দিনগুলিতেই। কেবল সপ্তাহের বাকি দিনগুলিতে তাঁরা একে অপরের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না! এতে করে নিজেদের অনেক বেশি সময় দেওয়া যায়। দুজনার মধ্যেই সপ্তাহের প্রতিটা দিন কাটাতেই হবে এমন বাধ্যবাধকতা থাকে না। সকলের জীবনেই ব্যস্ততা আছে তাই অফিসের কাজ সামলে নিজের জন্যও সময় দিতে পারে যাবে তাই ‘উইকেন্ড ম্যারেজ’-এর পথই বেছে নিচ্ছেন জাপানিরা।

আরো খবর: বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে? আপনি যা’কে চেনেন সে কিন্তু নন, জানুন আ’স’ল পরিচয়

তাঁরা মনে করেন, এই প্রকার বিবাহে থেকে তাঁদের সম্পর্কের উন্নতি হচ্ছে। এই বিবাহে তাঁরা নিজের জন্য অনেকটা সময় বার করতে পারছেন, নিজদের পছন্দের ক্ষেত্রগুলিতে সময় দিতে পারছেন। ফলে সম্পর্কেও তিক্ততা আসছে না! আসুন এই উইকেন্ড ম্যারেজের কিছু সুবিধের বিষয়ে জেনে নেওয়া যাক।

প্রথমত, ঝগড়া ঝাটি অনেক কমে গেছে।

দ্বিতীয়ত, সপ্তাহের শেষে যখন দুই সঙ্গীর দেখা হচ্ছে, তখন অন্য কোনও কাজ নিয়ে নয়, একান্তে একে অপরের সঙ্গে অনেকটা ভাল সময় কাটাতে পারছেন তাঁরা। ফলে সম্পর্কে রোমাঞ্চ টিকে থাকছে।

তৃতীয়ত, সপ্তাহের শেষে এই একটা দিন একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, রেস্তরাঁয় যাওয়া, নিজেদের মতো সময় কাটানোর ফলে সম্পর্কের ভিত মজবুত হচ্ছে বলে মনে করছেন তারা।

চতুর্থ, গোটা সপ্তাহটা একসঙ্গে থাকতে হলে আলাদা বাড়িতে থাকলে সংসার খরচ অনেকটাই বেড়ে যায়। ‘উইকেন্ড ম্যারেজ’-এর ক্ষেত্রে জীবনধারণের খরচ অনেকটাই কমে যায়। এই কারণেও অনেকে এই বিবাহের দিকে আগ্রহ দেখাচ্ছেন বলে জানা যাচ্ছে।