Home অফবিট ভারতের এই জায়গাগুলোতে ছবি তুললেই দিতে হয় জরিমানা, আগেভাগেই সাবধান হয়ে যান

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের এই জায়গাগুলোতে ছবি তুললেই দিতে হয় জরিমানা, আগেভাগেই সাবধান হয়ে যান

বর্তমান স্মার্টফোনের যুগে সেলফি ছাড়া মানুষের জীবন অচল। যেখানেই যাই না কেন ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে তৎপর হয়ে থাকি আমরা। কেউ কেউ তো ঘরের মধ্যেই সেলফি তোলেন। ঘুরতে যাব অথচ সেলফি তুলবো না এটা ভাবতেই পারেন না অনেকে।

কিন্তু আপনি কি জানেন ভারতেই রয়েছে এমন কয়েকটি স্থান যেখানে সেলফি তুলে মোটা অংকের জরিমানা হতে পারে। কোনদিন ভুলেও এইসব জায়গায় গিয়ে ক্যামেরাবন্দি করতে যাবেন না নিজেকে। আপনি জেনে নিন কোন কোন জায়গায় গিয়ে সেলফি তুললেই বিপদ হবে।

তার প্রথমেই রয়েছে রেলওয়ে ট্র্যাক। রেল লাইনের উপর সেলফি তোলা অত্যন্ত বিপদজনক হিসেবে মনে করা হয়। সম্প্রতি ইউটিউবার স্যান্ডি সাহা রেল লাইনের উপরে ভিডিও বানিয়ে বিপদে পড়েছিলেন। ভারতের সবচেয়ে বিখ্যাত এবং বড় মেলা হল কুম্ভ মেলা।

এই কুম্ভ মেলায় যোগ দিতে প্রতিবছর লাখ লাখ মানুষ আসেন। তবে এই মেলায় এসে সেলফি তুললে মহা বিপদে পড়তে হবে আপনাকে কারণ এখানে সেলফি তোলা নিষিদ্ধ। সেলফি তোলার নিষেধাজ্ঞা রয়েছে।

আরো খবর: CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্র’কা’শ হলো, কিভাবে রেজা’ল্ট দেখবেন?

দিল্লির লোটাস টেম্পেলে। এখানে ছবি তুলতে নিষেধ করা হয় এমনকি প্রার্থনা স্থলের ভিতর সেলফি তোলার কোন অনুমতি নেই। এবার যে নামটা বলবো চমকে উঠবেন। গোয়াতে সেলফি তোলা নিষিদ্ধ।

ঠিকই শুনেছেন সুন্দরী এই সৈকত শহরে সেলফি তুলতে পারবেন না। গোয়ার পাথরে অঞ্চল এবং সমুদ্রেতে সেলফি তুললে যে কোন সময় বিপদ হতে পারে। গোয়ার বিচে সেলফি তোলা নিষিদ্ধ। তাই সাবধান গোয়ায় গিয়ে নিজেকে ক্যামেরাবন্দি করতে গেলে জেলবন্দী হতে পারেন।