সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্র’কা’শ হলো, কিভাবে রেজা’ল্ট দেখবেন?

শেষ্পর্যন্ত অপেক্ষার অবসান ঘটল। এবার প্রকাশিত হল সিবি এস ই বোর্ডের দ্বাদশ শ্রেনীর পরীক্ষার ফল। ইতিমধ্যেই রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট গুলো হল cbseresults.nic.in এবং results.cbse.nic.in । এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফল দেখতে পারবেন।

এখন প্রশন হল কিভাবে দেখবেন? প্রথমেই আপনাকে যেকোনো একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই গিয়েই রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে ও নতুন একটি পেজ খুলে যাবে। সেখানেই দেখতে পারবেন এই অপশন CBSE Class 12th Result 2023। তাতে ক্লিক করতে হবে।

ক্লিক করার পরেই নতুন একটি পেজ খুলে যাবে সেখানে নতুন একটি অপশন দেখতে পারবেন, তারপরেই ‘Senior School Certificate Examination (Class XII) Results 2023’-র নীচে গিয়ে আপনার রোল নম্বর ও স্কুলের নাম ও এন্টার এডমিট কার্ড দিয়ে সাবমিট করলেই দেখতে পারবেন রেজাল্ট।

আরো খবর: রান্নার তেলের দাম কি এবার আ’রো কমবে? ন’য়া পদক্ষেপ কেন্দ্রের

রেজাল্ট দেখার পরে আপনি একটি স্ক্রিন শট তুলে রাখতে পারেন। পরে আবার দেখার জন্য। এবারের সিবি এস ই বোর্ডের পরীক্ষায় পাশের সংখ্যা ৮৭.৩৩ %। যা গতবারের থেকে অনেকটাই কম। গতবারের পাশের হার ছিল ৯০% এর ওপরে।