Home দেশ গৃ’হ’ঋ’ণে’র উ’প’র সু’দে’র হা’র বা’ড়া’লো রি’জা’র্ভ ব্যা’ঙ্ক!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গৃ’হ’ঋ’ণে’র উ’প’র সু’দে’র হা’র বা’ড়া’লো রি’জা’র্ভ ব্যা’ঙ্ক!

গৃহঋণের উপর সুদের হার বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক!

আপনি যদি ইতিমধ্যে গৃহঋণ নিয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই যে আপনার ক’পা’লে চি’ন্তা’র ভাঁ’জ পড়বে এটা নিশ্চিত।

২০২০ সালের পর এই প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সুদের হার ৪.৪০ শতাংশ অর্থাৎ ৪০ বেসিস পয়েন্ট (বিপিএস) বাড়ানোর কথা ঘোষণা করলেন। অনির্ধারিত একটি বৈঠকে মু’দ্রা’স্ফী’তি সংক্রান্ত আলোচনায় এই কথা ঘোষণা করেন আরবিআই গভর্নর। মনে করা হচ্ছে, এই মুহুর্তে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য আর’বি’আই এই সিদ্ধান্ত নিতে চলেছে।

আর এর ফলে গ্রাহকদের উপরে সরাসরি চাপ পড়তে চলেছে। কেননা এর পর থেকে সমস্ত ইএমআই-এর টাকা যেমন হোম লোন কার লোন ইত্যাদি বিবিধ ঋণের মূল্য বেড়ে যাচ্ছে। অর্থাৎ এ একরকম গ্রাহকদের বোঝা বাড়ার পালা।

তবে যাঁরা ইতিমধ্যেই ‘ফিক্সড রেট’-য়ে লোন নিয়েছেন তাঁদের এই বৃদ্ধির মুখোমুখি হতে হবে না। নতুন যাঁরা ঋ’ণ নিতে চলেছেন তাঁদেরই বহন করতে হবে অতিরিক্ত খরচ।