সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাজপুর থে’কে দীঘা মাত্র কয়েক মিনিটেই, দ্রুত গ’তি’তে মেরিন ড্রাইভের কা’জ চলছে

মুম্বাই মেরিন ড্রাইভ, এই নামের সাথে আমরা সবাই পরিচিত। এবার বেঙ্গল মেরিন ড্রাইভ যেটি কিনা পশ্চিমবঙ্গের বুকে। যার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, চলছে ফিনিশিং টাচ।

শীঘ্রই উদ্বোধন করা হবে এই সেতু, এই সেতু মানুষের যাতায়াত কে একেবারে পাল্টে দিয়েছে। সৈকত নগরীর বিভিন্ন পয়েন্ট এর সাথে যুক্ত হয়েছে এই সেতু, যা মানুষের চলার পথকে আরো একটু হলেও ছোট করে দিয়েছে।

এতে যেমন মানুষের সময় বাঁচবে সেই হিসেবে, যোগাযোগ মাধ্যম তৈরি হবে আরও বেশি। মোট কথা তাজপুর বন্দরকে পাখির চোখ করেই এগোচ্ছে রাজ্য সরকার।

আরো পড়ুন: কি অবস্থা! কালবৈশাখী ঝ’ড়ে’র সামনে টি’ক’তে পা’র’লো না ১৭০০ কোটির নির্মীয়মান ব্রিজ

এখন শুধু সময়ের অপেক্ষা কাজ শেষ হওয়ার পরেই তাজপুর জুড়ে যাবে দিঘা, মন্দারমণি, শঙ্করপুরের সঙ্গে। গত ২০১৭ সালের মমতা বন্দ্যোপাধ্যায় এর এই উদ্যোগ যে স্বপ্ন এবার পূরণ হতে চলেছে ২০২২ এ এসে।

পূর্বপরিকল্পনা হিসেবে এই সমস্ত কাজ শুরু হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছিল পূর্ব মেদিনীপুরের শৌলা এলাকা থেকে জলদা, মন্দারমণি, তাজপুর হয়ে দীঘা অবধি সমুদ্রের ধার বরাবর তৈরি করা হবে রাস্তা, তার সাথে জোড়া হবে তিনটি ফ্লাই ওভার।

যেগুলো তার উচ্চতা সহ হবে ন্যায়কালী সেতু হচ্ছে ৩৮৭.৯৩ মিটার। জলদা সেতু হচ্ছে ৬০৮.৯৬ মিটার। শৌলা  সেতু হচ্ছে ৭১৬.২৮ মিটার।

তার সাথে সাথেই চলবে রাস্তা যার দৈর্ঘ্য ২৬৫১.৩২ মিটার। ইতিমধ্যে জানাচ্ছে প্রথম শুধু অর্থাৎ ন্যায়কালী সেতুর কাজ ইতিমধ্যেই শেষ। বাকি দুটো সেতুর শেষ করার কাজের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী নভেম্বর মাস।