সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা! কালবৈশাখী ঝ’ড়ে’র সামনে টি’ক’তে পা’র’লো না ১৭০০ কোটির নির্মীয়মান ব্রিজ

গত শুক্রবার প্রবল কালবৈশাখীর দাপটে , ভেঙে গেল ব্রিজ। ঘটনাটি ঘটেছে বিহারে, বিহারের ভাগলপুর ও খগড়িয়াকে সংযুক্তকারী চার লেনের নির্মীয়মান সেতুর সুপার স্ট্রাকচার ভেঙে পড়ল।

যার ফলে ক্ষতির পরিমাণ অনুমান করা হচ্ছে প্রায় ১৭১০ কোটি টাকার‌, জানা যাচ্ছে সুলতানগঞ্জের ৪,৫,৬ নম্বর খুঁটির মধ্যেকার যে স্ট্রাকচারটি রয়েছে সেটা এই ঝড়ে ভেঙে পরেছে। যা নিয়ে স্বাভাবিকভাবেই উৎস প্রশ্ন, উঠেছে ইঞ্জিনিয়ারের কাজের প্রশ্ন।

কেবল বসানো হয়েছে স্ট্রাকচারটি, সেটাই ঝড়ে ভেঙে পরেছে, যেটা সত্যি অবাক করার মতোই বিষয়। সূত্রের মাধ্যমে জানানো যাচ্ছে, চার লেনের এই সেতুটি নির্মাণ করছে এসপি সিংলা কনস্ট্রাকশন লিমিটেড, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: ভারতের উপর চা’প সৃষ্টি উপলক্ষ্য মা’ত্র, নিজেই রাশিয়া থেকে বে’শি তেল কি’ন’লো আমেরিকা

কিন্তু এই সেতুর কাঠামো যেটা কিনা লম্বায় ১০০ ফুট সেটা ভেঙে পরায় প্রশ্ন উঠছে সর্বত্র। এই সেতু তৈরী করা হচ্ছে মানুষের সুবিধার স্বার্থে এমনকি যানজট কমানোর স্বার্থে।

কিন্তু সেটা যদি সামান্য কালবৈশাখীর ঝড় এলেই ভেঙে পরে তাহলে খুবই চিন্তার।আগুয়ানি এবং সুলতানগঞ্জ ঘাটের (ভাগলপুর জেলা) মধ্যে সেতুটি তৈরি করা হচ্ছে।

সেতু সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে সেতুর দৈর্ঘ্য ৩১৬০ মিটার।সেতুর যে ধরণ সেটা কেবল ভিত্তিক।

এই সেতুর মধ্যেই থাকবে টোল প্লাজা, আলোর ব্যবস্হা, যানবাহনের আন্ডার পাস,চার লেনের এই সেতুতে দুই লেনের পৃথক সেতু নির্মাণ করা হবে।তাছাড়া গঙ্গার বুকে থাকবে না কোনো স্তম্ভ।একেবারে ঝুলন্ত সেতুর মতো দাঁড়িয়ে থাকবে, যার মধ্যে দুটি স্তম্ভের দূরত্ব হবে ১২৫ মিটার।