সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০০০-৫০০-১০০ টা’কা’র নো’ট ছাপাতে কত খরচ হ’য়ে থা’কে? জানুন আসল স’ত্যি

ব্যয় ক্রমেই বেড়ে চলেছে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ বা ৫০০ টাকার নোট ছাপতে। প্রতি বছর নোট ছাপার দাম বাড়ছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের জন্য নোট বিতরণ ব্যয়বহুল হয়ে চলেছে। ২০২১-২২ আর্থিক বছরে ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা এবং ২০০০ টাকার নোটের ছাপানোর খরচ কিছুটা বেড়েছে। ৫০০ টাকার নোটের খরচ সে অর্থে পরিবর্তন হয়নি। গত বছরের দাম থেকে ১০ টাকার নোটের খরচ নেমে এসেছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রান লিমিটেড বা বিআরবিএনএমএল থেকে তথ্যের অধিকার আইনে বা আরটিআইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে, ১০ টাকার নোটের বিক্রয় মূল্য ছিল ১০০০ পিসের জন্য ৯৬০ টাকা। সেই হিসেবে একটি ১০ টাকার নোটের দাম দাঁড়িয়েছে প্রায় ৯৬ পয়সা।

একইভাবে ২০ টাকার নোটের খরচ প্রতি ১০০০ পিসে ৯৫০ টাকা। যার অর্থ হল একটি ২০ টাকার নোটের দাম ৯৫ পয়সা। এবং ১০ টাকার নোটের চেয়ে এক পয়সা কম। তবে, নতুন নোট ছাপানোর খরচ পুরনো নোটের চেয়ে কম। পুরনো 500 টাকার নোট ছাপতে খরচ হত 3.09 টাকা। আর বর্তমানে নতুন 500 টাকার নোট ছাপানোর খরচ রয়েছে আগের থেকে 19 পয়সা কম।

আরো পড়ুন: জলের বোতলে কেন লাইন টা’না থা’কে?

নতুন 500 টাকার নোট ছাপাতে খরচ হয় 2.90 টাকা। একইসঙ্গে 1000 টাকার নোট ছাপতে আগে খরচ হত 3.54 টাকা। কিন্তু 2016 সালে যখন নোট ছাপানো বন্ধ হয়ে যায়, তখন 2000 টাকার যে নোট ছাপানো হয়েছিল, তখন সেই নোট ছাপানো খুব ব্যয়বহুল ছিল।>কিন্তু, শেষবার যখন 2000 টাকার নোট ছাপা হয়েছিল, তখন তা 1000 টাকার নোট ছাপানোর সমান ছিল। 2000 টাকার শেষ নোটটি 2018-19 সালে ছাপা হয়েছিল, এর জন্য সরকারের তরফে প্রতি নোটে খরচ হত 3.53 টাকা।

এই নোট শুধুমাত্র সরকারি ছাপাখানাতেই ছাপানো হয়। সারা দেশে 4টি সরকারি ছাপাখানা রয়েছে। নাসিক, দেবাস ও মাইসোর এবং শালবনিতে নোট ছাপানোর ছাপাখানা রয়েছে। নোট ছাপানোর জন্য একটি বিশেষ ধরনের কালি ব্যবহার করা হয়। এই কালি একটি সুইস কোম্পানির তৈরি।