সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জলের বোতলে কেন লাইন টা’না থা’কে?

আজকাল রাস্তায় বেরিয়ে আমাদের অনেকক্ষণ বাইরে কাটাতে হলে যথারীতি জল পিপাসা পেয়েই যায় অনেক সময় জল নিয়ে গেলেও শেষ হয়ে গেলে আমাদের ভরসা করতে হয় ওই পথ চলতি দোকান গুলোর উপরেই। তাই খুব জল তেষ্টা পেলেই আমরা দোকানের খোঁজ করি। এখন সব দোকানেই খাবার ফিল্টার জল পাওয়া যায়।

তাই চট করেই এক বোতল জল কিনে ঢক ঢক করে খেয়ে নি আমরা। কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না আমরা যে বোতলে জলটা খাই তার আকৃতিটা একটু অন্য রকম কেনো হয়। একটু লক্ষ্য করলে দেখবেন ওই জলের বোতল গুলোয় লাইন কাটা কাটা আকৃতির লাইন থাকে। কারো মনে এর আগে প্রশ্ন জেগেছে কি? যে এই বোতলগুলোকে এরকম বানানো হয়েছে কেনো?

অনেকই ভাবেন এমন আকৃতির বোতল বানানো শুধু মাত্রই লুক এর জন্য। কিন্তু এই ভাবনা পুরোপুরি ভুল। এইরকম আকৃতির পিছনে বিশেষ কারণ রয়েছে বা বলা যায় সাইন্টিফিক কারণ রয়েছে। বলা হয়ে থাকে যে, এই লাইন গুলো বানানো হয়েছে বোতলটিকে সুরক্ষিত রাখার জন্য। যেহেতু এই জলের বোতলগুলো শক্ত প্লাস্টিক দিয়ে বানানোনয় নরম প্লাস্টিক দিয়ে বানানো।

আরো পড়ুন: পাহাড়ে দোলনা টা’ঙি’য়ে শু’য়ে আছেন যুবক, নিচে পড়লেই খ’ত’ম, ভিডিও দেখলে আঁ’ত’কে উঠবেন

তাই এই খাঁজ গুলো থাকলে বোতলটি ফুলে ফেটে যাওয়ার চান্স কম থাকে। এই খাঁজ গুলোয় বাঁধা পেয়ে বোতলটি সুরক্ষিত থাকে। এছাড়াও এই বোতলগুলো হাতে ধরতেও সুবিধা। হাত ফসকে পরে যাওয়ার ভয় থাকে না। তাই সহজেই রাস্তা ঘাটে এই বোতল নিয়ে চলা ফেরা করা যায়। এই জন্যই এই জলের বোতল গুলোয় এই ধরনের লাইন থাকে।