সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংসদে “Emergency” ফিল্মের শ্যু’টিং’য়ের অ’নু’ম’তি চাইলেন কঙ্গনা, দেওয়া হ’বে কি?

বলিউডের কুইন নামে তিনি আগেই সুখ্যাতি পেয়ে গিয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বেশ ভালো যোগাযোগ রয়েছে অভিনেত্রীর। তিনি হলেন কঙ্গনা রানাওয়াত। স্পষ্টভাষী চাচা ছোলা হিসেবেই পরিচিত কঙ্গনা। এবার তিনি দেশের কাছে এক আর্জি রাখলেন। কি সেই আর্জি জানেন! ছবির বাস্তবতা তুলে ধরবার জন্য ইমারজেন্সি ছবির শুটিং করার আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই লোকসভার সচিবালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন কঙ্গনা। চিঠির কোন উত্তর পাননি তিনি।

চিঠি এখনো বিবেচনা পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর ছবির শুটিং করবার জন্য লোকসভার ভিতরে কোন পারমিশন দেওয়া হবে না। লোকসভার সচিবকে লেখা চিঠিতে অভিনেত্রী জানিয়েছেন ইমারজেন্সি ছবির শুটিং করবার অনুমতি চান। সেই অনুমতি যাতে তাকে দেওয়া হয়। কোন ব্যক্তিগত সংস্থা সাধারণত সংসদ চত্বরে শুটিং বা ভিডিওগ্রাফি করতে পারে না। সংবিধানে এর কোনো অনুমতি নেই। তবে সরকারি কাজে ব্যবহার করবার জন্য এক্ষেত্রে কিছুটা ছাড় মেলে।

সচিবালয় সূত্রে খবর বিনোদনের জন্য সংসদকে ব্যবহার করা যাবে না। রাষ্ট্রীয় সম্প্রচারকারী দূরদর্শন এবং সংসদ টিভির পক্ষ থেকে একমাত্র এখানে শুটিং করবার জন্য অনুমতি দেওয়া হয়। তাও সেটা আলোচনা সাপেক্ষ। ব্যক্তিগত কাজের জন্য তা কোনোভাবেই বরদাস্ত করা হয় না। চলতি বছর জুন মাসে ইমারজেন্সি ছবির শুটিং শুরু হয়েছে।

আরো খবর: ভো’টে জা’মা’ন’ত কিভাবে বাজেয়া’প্ত হয়? টা’কা’টা কি ক’রা হয়?

সেই ছবিটি পরিচালনা এবং প্রযোজনা করছেন স্বয়ং কুইন কঙ্গনা। ছবির স্ক্রিপ্ট লিখেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ৭৫ সালের যে জরুরী অবস্থা জারি হয় এবং ইন্দিরা গান্ধীর জীবন বৃত্তান্ত নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে।

প্রসঙ্গত জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ভারতবর্ষের একটি কলঙ্কজনক অধ্যায়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটি জারি করেছিলেন। যাতে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছিল। ভারতের রাজনৈতিক ইতিহাসের সেই কালো অধ্যায়কেই তুলে ধরতে চেয়েছেন অভিনেত্রী।