সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSC: এবার মামলাকারী ববিতাকে ডে’কে পা’ঠা’লো CBI, রাজ্যজুড়ে ফে’র শোরগোল

এবার এসএসসি দুর্নীতি মামলায় মামলাকারী ববিতা সরকারের কাছে নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে ফোনে তাঁর কাছে নথি চাওয়া হয়েছে।এই ববিতার জন্যই রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি খুইয়েছেন।

ববিতা জানিয়েছেন, ফোন করে এসএসসি সংক্রান্ত নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। ববিতা এও জানিয়েছেন সিবিআই চাইলে সব রকম সহযোগিতা করবেন তিনি।

তবে ববিতা এও জানিয়েছেন সিবিআইয়ের তরফে এখনও কোনও চিঠি পাননি তিনি। ২০১৬-র ৪ ডিসেম্বর এসএসসি পরীক্ষায় বসেন ববিতা। ২০১৭-র ২৭ নভেম্বর মেধাতালিকা প্রকাশ হয। সেখানে প্যানেলের ওয়েটিং লিস্টে নাম ছিল তাঁর।

আরো পড়ুন: উত্তরবঙ্গ জু’ড়ে নতুন রো’গ আ’ত’ঙ্ক ছড়াচ্ছে! বাড়ছে আ’ক্রা’ন্তে’র সং’খ্যা

ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশের দাবিতে একাধিক চাকরিপ্রার্থী আদালতে মামলা করে। এরপর আদালত কমিশনকে তালিকা প্রকাশ করতে বলে। সেখানে ববিতার নাম ২০ নম্বরে ছিল।

তাঁর দাবি, দ্বিতীয় কাউন্সিলিংয়ে তাঁর নাম ২১ নম্বরে চলে আসে। সেই তালিকায় একনম্বরে ঢুকে পড়ে অঙ্কিতার নাম। এরপরেই আদালতে মামলা করেন ববিতা।