সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইনে জুতো কি’নে বি’পা’কে পড়েছেন মহিলা, ডেলিভারি হ’বে ৮০৩ দিনে!

জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে অনলাইন বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে থাকেন গ্রাহকরা। অ্যামাজন ফ্লিপকার্ট মিশোর মতন বিভিন্ন কেতাদুরস্ত অ্যাপের মাধ্যমে অর্ডার করে দিলেই ব্যাস। নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়িতে চলে আসবে আপনার পছন্দের জিনিসটি। সাধারণত যে কোন প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দিলে ১০ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়।

তার থেকেও কম দিনে এক দুই দিনের মধ্যেও ডেলিভারি দিয়ে দেয় অনলাইন শপিং অ্যাপগুলি। ঘরে বসেই পছন্দের জিনিসটি অভাবনীয় কম দামেই পাওয়া যায়। অর্ডার দেওয়ার সময় নিশ্চয়ই লক্ষ্য করে থাকেন কবে ডেলিভারি দেবে তা লেখা থাকে প্রোডাক্টর নিচেই। কিন্তু কোন অর্ডারের নিচে লেখা দেখেছেন দুবছর দুমাস বাদে ডেলিভারি! এমনই এক ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডে।

আয়ারল্যান্ডের বাসিন্দা কেরি কিনছিলেন তার এক বন্ধুর সঙ্গে অনলাইন সাইট থেকে একটি জুতো অর্ডার করেছিলেন।ASOS নামের একটি শপিং অ্যাপ থেকে এই জুতো অর্ডার করেছিলেন তিনি। ভেবেছিলেন নির্ধারিত দিনের মধ্যেই চলে আসবে তার পছন্দের জুতোটি। কিন্তু দিন যায় মাস যায় তার জুতোটি আর আসে না। অবশেষে হাল ছেড়ে দিয়েছিলেন তিনি।

আরো খবর: হা’তে নেই একটাও সিনেমা! বা’ধ্য হয়ে সিরিয়ালে ফি’র’ছে’ন নুসরতের স্বামী যশ দাশগুপ্ত

খুব একটা চিন্তা করতে হয়নি কারণ আগে থেকে টাকা পেমেন্ট করেননি তিনি।  অবশেষে ৮০৩ দিন বাদে ডেলিভারি হলো তার জুতো। সেটা জানানো হয় মেসেজের মাধ্যমে। সেই অভিজ্ঞতার কথাই টুইটারে শেয়ার করেছেন ওই গ্রাহক। তিনি লেখেন অনলাইন শপিং স্নাইড থেকে একটি স্নিকার অর্ডার করেছিলাম। বলা হয় ২৬ দিন অপেক্ষা করতে।

অপেক্ষার ৮০৩ দিন বাদে ডেলিভার করা হলেও আমার জুতো। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল হয়েছে। গত ১২ ই ডিসেম্বর অর্ডার দিয়েছিলেন জুতো। এই অ্যাপে অর্ডার করলেই পরের দিনেই চলে আসে যে কোন জিনিস। তাই বলে এতদিন বাদে যখন জুতোর কথা বেমালুম ভুলে গিয়েছেন ওই ব্যক্তি তখনই জুতো এসে কড়া নাড়বে দরজায়!