সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চৈত্র সেলের শপিংয়ে গিয়ে অনেকেই ভু’ল করেন! এবার আর এই ভু’ল করবেন না!

শুরু হয়ে গেছে চৈত্র মাস আর চৈত্র মাস হলেই কেনাকাটার মাস। পছন্দের পোশাক থেকে শাড়ি সবকিছুই যেন কেনাকাটার ধূম পরে এই মাসে। চৈত্র সেলে নানান রকম ট্রেনডিং শাড়ি পাওয়া যায়। হ্যান্ডেলুম থেকে শুরু করে জামদানি সবকিছুর কালেকশন থাকে চোখ ধাঁধানো।

অন্যান্য মাসের মতন এই মাসে অবশ্য দাম অনেকটাই কম থাকে। তাই এই চৈত্র সেলে কেনাকাটা করতে গেলে কোন কোন টিপস মাথায় রাখবেন সেটা আগে থেকে জেনে নেওয়া খুব জরুরী। কেনাকাটা যাতে মনের মত হয় এবং ঠকতে না হয় সেদিকে লক্ষ্য রাখা খুবই দরকার।

কেনাকাটা করতে যাওয়ার আগে মার্কেট নিয়ে গবেষণা করা খুবই দরকার। আগে জেনে নিতে হবে জামদানি কিনতে গেলে তার দাম বাজারে কত। এই ধারণা নিয়ে যদি বাজার করতে না বেরন তবে ঠকে যেতে পারেন। চৈত্র সেলে কেনাকাটা করতে গিয়ে ঠিক কি কি কিনতে চান সেটা মাথার মধ্যে নিয়ে নিন।

আরো খবর: বিশ্বজু’ড়ে শনিবার এক ঘন্টার জন্য পা’ল’ন হলো আর্থ আওয়ার, অন্ধকারাছন্ন ১৯০ টি দেশ

একটি তালিকা তৈরি করে ফেলুন। শাড়ি কিনবার সময় অবশ্যই তার মান যাচাই করে নিতে হবে। চৈত্র সেলের সবাই একটু কম খরচে ভালো জিনিস কিনতে চায়। তাই কম খরচে ভাল মানে জিনিস পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে।

ছেরা ফুটো থাকলে দোকানী আর বদলে দেবে না। এই সেল চলাকালীন কোথাও কোথাও ফিক্সড প্রাইস লিখে রাখা হয়। তবে সব দোকানে এরকম থাকে না অবশ্যই কেনাকাটার সময় দরদাম করে কিনে নিতে হবে।