Home আন্তর্জাতিক বিশ্বজু’ড়ে শনিবার এক ঘন্টার জন্য পা’ল’ন হলো আর্থ আওয়ার, অন্ধকারাছন্ন ১৯০ টি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বজু’ড়ে শনিবার এক ঘন্টার জন্য পা’ল’ন হলো আর্থ আওয়ার, অন্ধকারাছন্ন ১৯০ টি দেশ

প্রতিবছর বিশ্বজুড়ে মার্চ মাসের শেষ শনিবার সন্ধ্যা সাড়ে ৮ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পালন করা হয় আর্থ আওয়ার।এই এক ঘণ্টায় বৈদ্যুতিক সমস্ত রকমের আলো বন্ধ করে রাখা হয়।

এমনকি দৈনন্দিন জীবনে ব্যবহৃত সরঞ্জাম, আধুনিক কল-কারখানা, অত্যাধুনিক বৈদ্যুতীণ যন্ত্রপাতি সহ সমস্ত রকমের মেশিন বন্ধ করে রাখা হয়। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরিই এর মূল লক্ষ্য।

আমরা যে বৈদ্যুতিক আলো ব্যাবহার করি সেটি আসে সাধারণত কয়লা থেকে। ফলে পৃথিবীর রিসোর্স যেমন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তেমনই পৃথিবীতে বাড়ছে দূষণের মাত্রাও।

আরো খবর: কাশ্মীরের সঙ্গে দেশের বা’কি অংশের মধ্যে রেল যোগাযোগ ক’বে থে’কে শুরু? কি বললেন রেলমন্ত্রী?

এই এক ঘন্টা সমস্ত বৈদ্যুতিক মেসিন বন্ধ করে রাখার দরুন একদিকে বিদ্যুতের সাস্রয় হয় অন্যদিকে পরিবেশের ওপর কিছুটা পজিটিভ এফেক্ট পরে।

২০০৭ সাল থেকে এটি পালন করা হয়। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সর্বপ্রথম এই আর্থ আওয়ার পালন করা হয়েছিল। এবছর বিশ্বজুড়ে ১৯০ টি দেশ এই আর্থ আওয়ার পালন করেছে।