সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরের সঙ্গে দেশের বা’কি অংশের মধ্যে রেল যোগাযোগ ক’বে থে’কে শুরু? কি বললেন রেলমন্ত্রী?

ভারতীয় রেলকে বলা হয় ১৩০ কোটি মানুষের লাইফলাইন, যা দশকের পর দশক ধরে সেবা দিয়ে আসছে দেশের নাগরিকদের। এই ভারতীয় রেল সম্পর্কে নতুন এক খবর সামনে এসেছে যা জানলে সত্যিই ভারতীয় রেল সম্পর্কে আপনার বুকের ছাতি চওড়া হবেই। নিজেদের অভিনব উদ্যোগে মাঝে মধ্যেই বড়সড় চমক আনে ভারতীয় রেল।

দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার রেল যোগাযোগ শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে। সম্প্রতি শ্রীনগর রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন,”স্পেশাল নক্সা করে বন্দে ভারত ট্রেনকে তৈরিই করা হয়েছে বানিহাল থেকে উধমপুরের জন্য। কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের রেল যোগাযোগ আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে।”

উধমপুর-বারামুলা রেল লিঙ্ক প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এই লাইনেই চেনাব নদীর উপর বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ভারতের স্বপ্নের রেল সফরের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এই কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন রেলমন্ত্রী।

আরো খবর: কবে বাসন্তী পুজো? দিনক্ষণ ও শুভ সময় জেনে নিন

রেলমন্ত্রী আরও বলেন,’ ব্রিজটি আইফেল টাওয়ারের থেকেও উঁচু। সব টেস্টেই ব্রিজটি পাস করেছে । উচ্চ বেগ বাতাস, চরম তাপমাত্রা, ভূমিকম্প প্রবণ এলাকা, জলবিদ্যুৎ প্রভাব, কোনো কিছুতেই যাতে কোনো ক্ষতি না হয়,সেই বিষয়টি ভালো করে খতিয়ে দেখা হয়েছে। এবার শুধু অপেক্ষা নতুন পথ চলা শুরু করতে।