সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে বাসন্তী পুজো? দিনক্ষণ ও শুভ সময় জেনে নিন

বর্তমানে আমরা আশ্বিন মাসে দুর্গাপুজো করে থাকি,কিন্তু বাঙালিদের আদি দুর্গাপুজো হত এই চৈত্র মাসেই।পুরাণ মতে, সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরবর্তীকালে বাসন্তী পুজো নামে পরিচিত হয়। দেবী দুর্গার প্রথম পুজোরী হিসাবে চণ্ডী কাব্যে রাজা সুরথের কথা উল্লেখ রয়েছে। এবছর ১১০ বছর পর,এক কাকতালীয় যোগ দেখা যাবে বাসন্তী পূজায়। ৪ টি যোগের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হবে। ৩০ সে মার্চ হবে রাম নবমী।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বিভিন্ন তিথি –

পঞ্চমী তিথি আরম্ভ – ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র।সময় – বিকেল ৪টে ২৫ মিনিট।পঞ্চমী তিথি শেষ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র।সময় – বিকেল ৪টে ৩৩ মিনিট।

ষষ্ঠী তিথি আরম্ভ – ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র।সময় – বিকেল ৪টে ৩৪ মিনিট।ষষ্ঠী তিথি শেষ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র।সময় – বিকেল ৫টা ২৮ মিনিট।

সপ্তমী তিথি আরম্ভ – ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র।সময় – বিকেল ৫টা ২৯ মিনিট।সপ্তমী তিথি শেষ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র।সময় – সন্ধ্যা ৭টা ০৩ মিনিট।

অষ্টমী তিথি আরম্ভ – ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র।সময় – সন্ধ্যা ৭টা ০৪ মিনিট।অষ্টমী তিথি শেষ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র।সময় – রাত ৯টা ০৮ মিনিট।

সন্ধি পুজোর শুভক্ষণ – রাত ৮টা ৪৪ মিনিটে সন্ধি পুজো আরম্ভ। রাত ৯টা ৩২ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত।

নবমী তিথি আরম্ভ – ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র।সময় – রাত ৯টা ০৯ মিনিট ।নবমী তিথি শেষ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র।সময় – রাত ১১টা ৩১ মিনিট।

দশমী তিথি আরম্ভ – ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র।সময় – রাত ১১টা ৩২ মিনিট।দশমী তিথি শেষ – ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র।সময় – রাত ১টা ৫৯ মিনিট।