সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ৫ বছরে ২ কো’টি মহিলা চাকরি ছে’ড়ে দিয়েছেন, কি বলছে জা’তী’য় সমীক্ষা?

গত ৫ বছরের মধ্যে ২ কোটি ভারতীয় মহিলা চাকরি ছেড়েছেন। এর মধ্যে অনেকেই এমন রয়েছে যারা কিনা আর ফিরে যেতে চায় না কাজের জায়গায়।

আমরা সবাই জানি দেশের অর্থনীতি নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর, এই ধরনের সীদ্ধান্তে দেশের অর্থনীতির ওপর দারুণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই আর বি আই এর তরফ থেকে জানানো হয়েছে যদি ভারত করো না অতিমারির পর ঠিকমতো উঠে দাঁড়াতে পারে , তাহলে ২০৩৪-৩৫ সালের মধ্যে দেশের অর্থনীতি ৭.৫ হারে বৃদ্ধি পাবে।

আরো পড়ুন: রেললাইনে উ’ঠে এ’লো হাতি, ক’ষে ব্রে’ক করলেন লোকো পাইলট, এরপর যা হলো

তবে হ্যাঁ যদি মহিলারা তার কাজের জায়গায় ফিরে না যায়, তাহলে এই রেকর্ড গড়া সম্ভব নয়। এখন প্রশ্ন হল পারিবারিক চাপ, না নিজের স্বাধীনচেতা মনোভাবের কারণে এই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে।

কেন তাদের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা সত্যি ভাবার বিষয়। তাই পঞ্চম জাতীয় স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী দেশের নাগরিকদের প্রজনন হার ০.৫% হ্রাস পেয়েছে।

শহরগুলিতে এই হ্রাসের পরিমাণ আরও বেশী ১.৬%। এমনভাবে যদি চলতে থাকে তাহলে আগামী কুড়ি বছরের মধ্যে দেশের কর্মরত জনসংখ্যার পরিমাণ আরো অনেকটাই কমে যাবে।