সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: দীঘায় ঘুরতে গিয়ে কাঁকড়া ভা’জা খেয়ে প্রা’ণ গে’লো বেহালার পর্যটকের

সময় সুযোগ পেয়েই বাঙালির একটু ঘোরাফেরার স্থান বলতেই প্রথমে মনে পড়ে দীপুদার কথা! দীঘা, পুরী এবং দার্জিলিং, এছাড়া যেন বাঙালির ভ্রমণ সম্পূর্ণ হয় না। বেহালার বাসিন্দা 22 বছরের যুবক সৌম্যদীপ শিকদারও এমনভাবেই পরিজনদের সঙ্গে সময় কাটাতে পৌঁছে গিয়েছিলেন দীঘার সমুদ্র সৈকতে। শনিবার দুপুরে আচমকা তার মৃত্যু হয়।

ভ্রমণপ্রেমী বাঙালি ভোজন বিলাসীও বটে। শনিবার দুপুরে সমুদ্রসৈকতে ঘুরতে ঘুরতে আচমকা কাঁকড়া খাওয়ার বাসনা জাগে তার মনে। তবে তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এই কাঁকড়া খেতে গিয়েই প্রাণ হারাতে হবে তাকে। শনিবার ওল্ড দিঘার এই ঘটনা কার্যত হতবাক করে দিয়েছে নেট মাধ্যমকে।

শনিবার সমুদ্রে স্নান করার পর পরিজনদের সঙ্গে কাঁকড়া খান তিনি। তারপরই অসুস্থ বোধ করেন। তাকে দ্রুত হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে হোটেলে ফেরার পর তার শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে। তখন তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ রক্ষা হলো না। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে মারা যান ওই যুবক।

নিহত ওই যুবকের পরিবার সূত্রের খবর, তার কাঁকড়াতে এলার্জি ছিল। সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। সমুদ্রসৈকতে তিনি কাঁকড়া ভাজা খেয়েছিলেন। তারপরেই তার অস্বস্তি হতে শুরু করে। ওই যুবকের মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে দীঘা থানাতে।