সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: রে’গে লাল এই গাছ, স্প’র্শ করলেই ছোঁ’ড়ে মিসাইল! রইলো ভাইরাল ভিডিও

মানুষের তৈরি ক্ষেপণাস্ত্রের কথা তো শুনেছেন। এবার জেনেনিন উদ্ভিদের ক্ষেপণাস্ত্র প্রয়োগ। মানুষ কে টেক্সাস দিয়ে প্রকৃতি সবদিক দিয়েই এক পা এগিয়ে রয়েছে।

IFS অফিসার সুশান্ত নন্দ তার টুইটার অ্যাকাউন্টে এক গাছের ভিডিয়ো শেয়ার করেন যা ভাইরাল হয় নেট দুনিয়ায়। প্রথমে দেখে অস্বাভাবিক মনে হলেও বাস্তবে কিন্ত তা সত্য।

এই অদ্ভুত উদ্ভিদ টির নাম উড সরেল।এই গাছেটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালাতে সক্ষম। লজ্জাবতী গাছের নাম তো আমরা সবাই শুনেছি যা স্পর্শ করলে লজ্জায় পাতা সংকুচিত হয়।

তবে এই গাছ কিন্ত লজ্জা নয়, সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এটিকে স্পর্শ করতে আসলেই রেগে মিসাইল প্রয়োগ করে এই গাছ। গাছের বীজ বোমায় পরিনত হয় এবং প্রায় ৪ মিটার পর্যন্ত এর বীজ নিক্ষিপ্ত করে। গবেষণায় জানা গেছে উদ্দীপনার মাধ্যমে এই গাছের বীজে শক্তির সঞ্চার ঘটে।

আরো পড়ুন: তবে কি সিরিয়ালের এই হিরোকে বি’য়ে করছেন মিমি? হৈচৈ টলিপাড়ায়

আফ্রিকা, মেক্সিকো সহ বিভিন্ন জায়গায় এই গাছের সন্ধান মেলে। ভারতের ও কিছু জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায়।

সম্প্রতি গাছের ভিডিয়োটি প্রকাশিত হতেই নেট দুনিয়ায় শোরগোল পরে যায়। ভিডিও টির ভিউ সংখ্যা ছাড়ায় প্রায় ১৩ লক্ষ। প্রকৃতি তার নানান রূপের মাধ্যমে নিত্যনতুন আমাদের মুগ্ধ করেই চলছে।