সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্মাষ্টমী: ১৩ ভা’দ্র, ৩০ আগস্ট, জানুন নি’র্ঘ’ন্ট

যুগে যুগে দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য ঈশ্বর মানব রূপে অবতীর্ণ হন আমাদের এই ধরাধামে। কখনো রাম রূপে কখনো আবার কৃষ্ণ রূপে, তিনি মনুষ্য জগৎকে উদ্ধার করেন। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরার যাদব বংশের দেবকি এবং বাসুদেবের সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মামা কংসের নিধন করার জন্য জন্মগ্রহণ করেছিলেন তিনি। আগামী ৩০ শে আগস্ট, ১৩ ভাদ্র সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী।

চলুন জেনে নেওয়া যাক, কৃষ্ণ জন্মতিথির সময়সূচী।

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১২ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ২৯ অগস্ট, রবিবার।

সময়– রাত ১১টা ২৭ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১৩ ভাদ্র, সোমবার।

ইংরেজি– ৩০ অগস্ট, সোমবার।।

সময়– রাত ২টো।

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১২ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ২৯ অগস্ট, রবিবার।

সময়– রাত ১০টা ২৪ মিনিট ১৩ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১৩ ভাদ্র, সোমবার।

ইংরেজি– ৩০ অগস্ট, সোমবার।

সময়– রাত ১২টা ২৭ মিনিট ০৫ সেকেন্ড।