সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৫ বছর বয়সেই হা’তে’খ’ড়ি অভিনয়ে, বাড়ির ই’চ্ছা’তে’ই সিরিয়াল দি’য়ে কেরিয়ার শু’রু বিয়াস ধরের

একেবারে ছোটো থেকেই অভিনয় জগতে পা রেখেছে জি বাংলার ‘কড়ি খেলা’ ধারাবাহিকের অন্যতম চরিত্র তথা পরিচিত মুখ সৃজা ওরফে বীয়াস ধর। ছোটো পর্দা শুরু করে বড় পর্দাতে শিশুশিল্পী হিসেবে কাজ করে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছেন এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা নেহাত কম নয় বাংলা বিনোদন জগতে। এভাবেই বর্তমানে বাংলার টেলিভিশন জগতেও সম্প্রতি আবির্ভাব ঘটেছে এক নতুন শিশুশিল্পী তথা অভিনেত্রী বীয়াস ধরের।

সম্প্রতি বীয়াস অভিনীত সৃজা চরিত্রটি দর্শক দের বেশ পছন্দের একটি চরিত্র। দর্শকরা তার অভিনয়ের ব্যাপক প্রশংসাও করেন। তবে ‘কড়ি খেলা’র অনেক আগে থেকেই অভিনয় জগতে পা রেখেছিলেন বিয়াস। মাত্র ৫ বছর বয়স থেকেই মডেলিংয়ের পাশাপাশি ৭ বছর বয়স থেকেই অভিনয় শেখা শুরু করেছিলেন ছোট্ট বীয়াস।

জি বাংলার ‘রাগে অনুরাগে’ সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয়ের শুরু তাঁর। এরপর জি বাংলার অপর এক জনপ্রিয় সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’ -এ তিনি ফুলি-র চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রটি থেকেই মূলত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন তিনি। এরপর আবার জি বাংলার ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানিমার নাতনি অর্থাৎ মথুরামোহন এবং জগদম্বার মেয়ে নিস্তারিণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি মায়ের সাথে ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন বীয়াস। সেখানেই তাঁর অভিনয় জগতে আসার পিছনে থাকা নানান ছোটো ছোটো গল্পের কথা জানান তাঁর মা। সেইসাথে বীয়াসের একটা সিক্রেটও ফাঁস হয়েছে। জানা যায় ঘরের ছোটো খাটো নানান কাজে দারুণ পটু বীয়াস। আর তাই বাড়ির সকলের নানান ফাই ফরমাশ খেটে মাস মাইনেও পান অভিনেত্রী, তবে মাসে মাত্র ৫০ টাকা। কি মজার ব্যাপার বলুনতো!