সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ৩ ভারতীয়র শ’রী’রে মিললো চীনের ভ’য়া’নক’ কো’ভি’ড স্ট্রেন

আরো একবার ভয় দরজায় কড়া নাড়ছে। সম্প্রতি চীনে করোনা সংক্রমনের বার বারান্ত হয়েছে। লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে আরো একবার মৃত্যু হয়েছে হাজার খানিক ব্যক্তির। মহামারী নিয়ে যখন বারবার অন্ধ নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে ঠিক তখনই ভারতে ঢুকে পড়ল মহামারীর নতুন ভ্যারিয়েন্ট। ভারতের হদিস পাওয়া গেল অতি সংক্রামক কোভিড ভ্যারিয়েন্ট Bf.7।

জানা গেছে ইতোমধ্যেই তিনজনের শরীরে এই নতুন প্রজাতির করোনা খুঁজে পাওয়া গেছে। চলতি বছরের অক্টোবর মাসে দেশে ঢুকে পড়েছিল এই নতুন প্রজাতির করোনা। আবার কিছু কিছু বিশেষজ্ঞরা দাবি করছেন, সেপ্টেম্বর মাসেই নতুন ভেরিয়ান্ট প্রবেশ করেছিল ভারতে। গত অক্টোবর মাসে উড়িষ্যাতে প্রথম এই নতুন প্রজাতির ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল।

এক ব্যক্তি শরীরে একাধিক উপসর্গ দেখে নমুনা পাঠানো হয়েছিল গুজরাটের একটি রিসার্চ সেন্টারে। ওই ব্যক্তির নমুনা রিপোর্ট পজিটিভ আছে যেখানে দেখা যায় উড়িষ্যার বাসিন্দা BF.7 আক্রান্ত। অন্যদিকে গুজরাটের এক বৃদ্ধাশরীরে একাধিক উপসর্গের হদিশ পাওয়া যায় তখন তার নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সে।

আরো খবর: নতুন বছর শুরু হওয়ার আগেই এই ৪ জিনিস ঘ’রে আনুন, খা’রা’প সময় শে’ষ হবে!

বুধবার এই রিপোর্টে ধরা পড়ে, নতুন বিরিয়ান যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতে।। জানা গেছে গত সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুজরাট ফিরেছিলেন ওই ৬১ বছরের মহিলা। এক বৃদ্ধা শরীরে এই বেরিয়ান খুঁজে পাওয়ার পর গুজরাট প্রশাসন আরো বেশি সচেতন হচ্ছেন।

কোভিদ বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে জানিয়েছেন, ইতি মধ্যেই চীন জাপান জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যে প্রজাতির করোনা ছড়িয়ে পড়েছে তারই একটি সাব ভ্যারিয়েন্ট এবার ঢুকে পড়ছে ভারতে। অমিক্রন BA.5 ভেরিয়েন্টের একটি সাব ভেরিয়েন্ট হলো BA.7।

করোনা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা: বুধবারের বইটাকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ সমস্ত আধিকারিকরা। মাস্ক পড়ে এখানে বৈঠক করেন সমস্ত উচ্চ পদস্থ কর্তারা। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বেশ কিছু দেশে নতুন করে করোনা বাড়ছে সেই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক। মহামারী এখনো শেষ হয়ে যায়নি তাই আমাদের সমস্ত সচেতনতা বজায় রাখতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত।