সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ ক’বে? কি বললো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ?

জুন মাসের ১০ তারিখে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। চলতি মাসের ৩ তারিখে মাধ্যমিক পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত দিনক্ষণ জানিয়ে দিল ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা নিয়ে নির্দেশিকা জারি করল। এই বিষয়ে সোমবার রাজ্যের সরকারি স্কুলগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সংসদের তরফে। স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী ২৬ জুন পর্যন্ত সেই ছুটি বাড়ানো  হয়েছে।

২৬ তারিখ ছুটি শেষ হলে ২৭ তারিখ থেকে স্কুল খুলে যাওয়ার কথা। সেই আবহে সংসদের নির্দেশিকায় বলা হয়েছে স্কুলগুলিকে ১১ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণির প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ করতে হবে। পাশাপাশি ১৮ জুলাইয়ের মধ্যে পরীক্ষার্থীদের ফল প্রকাশ করতে হবে।

আরো পড়ুন: প্রাথমিকে চাকরি থে’কে বরখাস্তের তালি’কা’য় টিএমসি পঞ্চায়েত সমিতির সভাপতির দুই মেয়ের নাম

উল্লেখ্য, এই বছর ৮  লাখেরও বেশি ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষার ফল ১৮ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার পাশাপাশি ২৯  জুলাইয়ের মধ্যে সেই ফল সংসদে জমাও করতে স্কুলগুলিকে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছর একাদশ শ্রেণিতে কবে পরীক্ষা হবে তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।