সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অস্থির বা’জা’রে গ্রাহকদের জন্য ভা’লো খবর দি’লো এই জনপ্রিয় ব্যাংক! লো’নের উপর ক’মা’লো সুদ

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৫ বেসিসের রেপো রেট বৃদ্ধি করেছে। এর ফলে ঋণ গ্রহীতাদের কপালে কিছুটা চিন্তার ভাজ পড়েছিল। কিন্তু তাদের চিন্তা কিছুটা কমাতে এবার মাঠে নেমেছে কানারা ব্যাঙ্ক। এই ব্যাংকের ঋণের হার ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। ১২ই ফেব্রুয়ারি থেকে এই রেট পরিবর্তিত হয়েছে বলে জানা যায়।

আপনি যদি কানাড়া ব্যাংক থেকে গৃহঋণ কিংবা ব্যবসার ক্ষেত্রে ঋণ নিতে চান তবে আপনার জন্য এই সুবিধা অপেক্ষা করছে। বিশেষ করে হোম লোনের ক্ষেত্রে দারুন সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্র যারা কমঝুঁকি নিয়ে ঋন নেবেন তাদের ক্ষেত্রেই হাউজিং লোন দিচ্ছে এই ব্যাঙ্ক।

হাউসিং লোনের ক্ষেত্রে এই সুদের হার প্রযোজ্য হবে ৯.৭ শতাংশ। আবার ৯ই ফেব্রুয়ারি ২০২৩, তারা একটি ওয়েবসাইটে জানিয়েছিল সমস্ত ক্ষুদ্র ঋণ প্রকল্পের সুদের হার ৯.৪ শতাংশ রাখা হয়েছে। কানারা ব্যাঙ্ক হল ভারতীয় পাবলিক সেক্টরে এমন একটি ব্যাংক যা ভারত সরকারের অর্থ মন্ত্রকের মালিকানাধীন।

আরো খবর: প্রেমের মাসে খা’রা’প সংবাদ দিলেন অঙ্কুশ, কেন ভে’স্তে গে’ল ঐন্দ্রিলার সঙ্গে বি’য়ে?

১৯০৬ সালে ব্যাঙ্গালোরে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। শুধুমাত্র ভারত বর্ষ নয় দুবাই এবং আমেরিকার নিউইয়র্কেও এদের অফিস রয়েছে। ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যদি একজন মহিলা এই ব্যাংক থেকে ঋণ নেন তবে তার ঝুঁকি অনেকটাই কম হবে।

মহিলাদের জন্য ঋণের ঝুঁকি যদি কম হয় সে ক্ষেত্রে এই হার হবে নয় শতাংশ। অন্যদিকে পুরুষদের জন্য এটি ৯.৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ঋণের যদি ঝুঁকি বেশি হয় সেক্ষেত্রে ৯.৩৫ শতাংশ সুদের হারে লোন পেতে পারেন গ্রাহকরা। অন্যদের ক্ষেত্রে এই একই পরিস্থিতিতে সুদের হার থাকবে ৯.৭৫ শতাংশ।